আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীর বাঘায় মাছ ধরার ছবি

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
১. রাজশাহী বাঘার এই দীঘিতে মাছ ধরা হচ্ছে ২. ভোর রাতে দীঘির দৃশ্য ৩. মাছের জন্য টোপ তৈরী করা হচ্ছে ৪. হুইল ছোড়া হচ্ছে ৫. হুইলে মাছের টানের অপেক্ষায় ৬. মাছ ধরার টানে এই বয়সেও ঢাকা থেকে ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে ৭. অনেকে এই রকম দামী বাহারী গাড়ি নিয়ে চলে এসেছেন ৮. মাছের প্রত্যাশায় পলকহীন দৃষ্টি ৯. বড়শিতে মাছ আটক ১০. ১১. ১২. নেটের দ্বারা মাছ ধরার জন্য আগানো হচ্ছে ১৩. নেটে মাছ ঢুকানের পূর্ব মুহুর্ত ১৪. নেটে মাছ ধরা পরেছে ১৫. ১৬. নেট থেকে মাছ বের করা হচ্ছে ১৭. ১৮. মওজুদ নেটে মাছ ঢুকানোর জন্য নেয়া হচ্ছে ১৯. ডাঙ্গায় একটি মাছ ২০. নেট বদ্ধ মাছ ২১. এই চাচা সবচেয়ে বেশি মাছ ধরে সবাইকে তাক লাগিয়েছেন ২২. আমাদের ধরা কিছু মাছ রাজশাহীর বাঘায় মাছ ধরার আগের রাতে ব্লগে দোয়া চেয়ে লেখা দিয়েছিলাম। তখন অনেকেই মাছ ধরার ছবি ব্লগে দেবার জন্য বলেছিলেন। তাই মাছ ধরার ছবি দিলাম। কয়েক দিন দেরি হলো ব্যস্ততার জন্য। কেমন লাগলো জানাবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.