আমাদের কথা খুঁজে নিন

   

দুধষ ছাত্রীলীগ ক্যাডার রিয়ার আত্নপ্রকাশ: শিক্ষিকার গাড়ি গুড়িয়ে দেয়ার হুমকী।

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হাতে এক শিক্ষিকা লাঞ্ছিত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা সায়লা তায়েফ তার গাড়িচালককে নতুন ভবনের গাড়ি পার্কিং এর স্থান থেকে গাড়ি পুরাতন বিজনেজ স্টাডিজ ভবনের সামনে আনতে বলেন। গাড়িচালক সেখানে গাড়ি নিয়ে এলে বাবর গ্রুপের ছাত্রলীগ কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী রিয়ার নেতৃত্বে ইমদাদ, সুমন এবং তানভির সেখান থেকে গাড়ি সরাতে বলে।

গাড়িচালক শিক্ষিকার পরিচয় জানালে রিয়া ক্ষিপ্ত হয়ে গাড়ি ভেঙ্গে ফেলার হুমকি দেয়। পরে গাড়ি সরিয়ে নিতে বাধ্য হন ওই শিক্ষিকা। এসময় ওই শিক্ষিকার সাথে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাহানা খাতুন, কাজী নাজমুন নাহার এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিলকি আমাতুল মূগনী সেখানে উপস্থিত হলে তাদেরকেও শাসাতে থাকে রিয়া। সে তাদের হুমকি দিয়ে বলে, ক্যাম্পাস আপনার বাবার না। এখানে আমাদের বিষয়ে কাউকে কিছু বলে লাভ নেই।

ভবিষ্যতে এখানে গাড়ি দেখলে ভেঙ্গে ফেলা হবে। রিয়ার সাথে থাকা অন্য কর্মীরা শিক্ষিকাদের সরি বললেও রিয়া তর্ক করতে থাকে। বিষয়টি নিয়ে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা সায়লা তায়েফ শীর্ষ নিউজ ডটকমকে ক্ষোভের সাথে বলেন, আমাদের শিক্ষকতা জীবনে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা একজন ছাত্রী হিসেবে তার (রিয়া) নিকট থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করিনি। Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।