আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী



ডিজিটাল দিনাজপুর ## বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রধান নির্বাহী এবং সেলিব্রেটিদের টপকে বিশ্বের সবচে' ক্ষমতাবান নারী নির্বাচিত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিচেল ওবামা। বুধবার ফর্বেস ম্যাগাজিনের বার্ষিক তালিকায় এ শীর্ষস্থানটি দখল করেন তিনি। এ তালিকায় দ্বিতীয় হয়েছেন ক্রাফট ফুডস এর প্রধান নির্বাহী ইরিন রোসেনফেল্ড। তৃতীয় স্থানে রয়েছেন মিডিয়া মোঘল অপরাহ উইফ্রে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন পঞ্চম স্থানে। তালিকায় স্থানপ্রাপ্তদের প্রসঙ্গে ফর্বেস উইমেন এর ভাইস-প্রেসিডেন্ট ও প্রকাশক ময়রা ফর্বেস বলেন, তারা লৈঙ্গিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে, বাণিজ্য, রাজনীতি, ক্রীড়া, মিডিয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কখনো কখনো প্রথাগত বাধা ভেঙ্গে ব্রান্ডে পরিণত হয়েছেন। তারা প্রভাবিত করেছেন শতকোটি মানুষকে। এ বছর তালিকা করার ক্ষেত্রে ফর্বেস সম্পদ ও ক্ষমতার চেয়ে সৃজনশীল প্রভাব ও উদ্যোক্তাদের ওপর জোর দিয়েছে। মিচেল ওবামাকে শীর্ষস্থানে রাখার প্রসঙ্গ ফর্বেস জানায়, ফার্স্ট লেডির কার্যালয়টি তিনি তার নিজের করে নিয়েছেন, যা অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় হয়েছেন।

মিচেল ওবামার কার্যকারিতা প্রসঙ্গে ফর্বেস জানায়, শিশুদের মুটিয়ে যাওয়া রোধে তার আন্দোলন 'লেটস মুভ!' এর প্রতি সাড়া দিয়ে কোকাকোলা ও কেলগসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান তাদের বাজারজাতকৃত খাদ্যে ২০১৫ সালের মধ্যে ক্যালোরি কমিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। তালিকায় মার্কিন সঙ্গীতশিল্পী লেডি গাগা সাত নম্বরে, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২১ নম্বরে, সঙ্গীত শিল্পী ম্যাডোনা ২৯ নম্বরে রয়েছেন। এছাড়া ৪১ নম্বরে রয়েছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। পাশাপাশি ৩৫ নম্বরে রয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্র"নি সারকোজি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ৫৮তম এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ৬৮তম স্থানে রয়েছেন। বিডিনিউজ।

সূত্র :: মহিলা মঞ্চ ডেস্ক/বাংলাএক্সপ্রেস/০৭ অক্টোবর, ২০১০/১৩৪৬ঘ./এমআর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.