আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুল আলীমের কিছু গান

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

লোক সঙ্গীতের কিংবদন্তী,মরমী শিল্পী আব্দুল আলীম। যিনি আজ থেকে ৩৬ বছর আগে লোকান্তরিত হয়েছেন। কিন্তু গেয়ে গেছেন অবিস্মরনীয় অসংখ্য গান। যথাযথভাবে সংরক্ষন না থাকায় সেই গানগুলো আজকাল অনেকটা দুর্লভ জিনিসে পরিনত হয়েছে। যাইহোক, আমার সংগ্রহে মহান এই শিল্পীর প্রায় দেড় শ' এর মত গান আছে।

এবং সেখান থেকে ২২টি গান এখানে আপলোড করেছি। আমার ধারনামতে পল্লীগানের প্রতি আমাদের দেশের একশ্রেনীর শ্রোতার মাঝে এক ধরনের একটা উন্নাসিক মনোভাব কাজ করে। অর্থাৎ, তাদের কাছে পল্লীগান মানে "গেঁয়ো "গান । তারপরও আপলোড করলাম,যদি গানগুলো দরকার পড়ে। ১।

থাকতে পার কাটাতে তুমি পারের ২। তোমারও লাগিয়ারে সদাই প্রান ৩। যারে ছেড়ে এলাম ৪। ঘরের চাবি পরের হাতে ৫। চিরদিন পুষলাম এক অচিন পাখী ৬।

কে কথা কয়রে দেখা দেয়না ৭। ও যার আপন খবর ৮। সব লোকে কয় লালন কি জাত সংসারে ৯। কলকল ছলছল নদী করে টলমল ১০। গহীন গাঙে ধরলাম পাড়ি ১১।

এ সংসারে কেউ নয় আপনজনা ১২। ছাড়িলাম হাছনের নাও রে ১৩। নঙর ছাড়িয়া নায়ের দে রে দে মাঝি ১৪। সর্বনাশা পদ্মা নদী ১৫। আর কতকাল ভাসবো আমি ১৬।

আমার প্রানের প্রান পাখী ১৭। আমার মুর্শিদ চান্দের রাগের ১৮। নায়ে বাদাম তুইলা দে ভাই ১৯। দুঃখীনির পরানের বন্ধুরে ২০। আর কত জ্বালাবি প্রেমাগুনে ২১।

পার কর দীনের বন্ধু ২২। ঢেউ উঠছে সাগরে রে গানগুলো মুছে দেয়া হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.