আমাদের কথা খুঁজে নিন

   

রাত থেকে বিদ্যুৎহীন ভোলা

নদীর তলদেশ দিয়ে ভোলা পটুয়াখালী মেরিন কেবল লাইনটিও ত্রুটির কারণে ১৫ দিন ধরে বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে বিদ্যুৎ বন্ধ থাকায় সারা রাত অন্ধকারে কাটানোর পর কখন বিদ্যুৎ আসবে না নিয়ে শঙ্কায় পড়েছেন দ্বীপ জেলা ভোলার ১৮ লাখ মানুষ। ভোলা পৌরসভাসহ জেলার পাঁচটি পৌর এলাকা ও হাসপাতালে পানি সরবরাহও বিদ্যুতের অভাবে বন্ধ যাওয়ায় ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।
ভোলা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, জেনারেটরের ত্রুটি দেখা দেয়ায় শনিবার রাত সাড়ে ৯টা থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না।
“জেনারটরটি স্থাপন করেছে ভারতের অ্যালস্টন কোম্পানি।

তাদের খবর দেয়া হয়েছে, তারা এসে জেনারেটর মেরামত করার পর আবার বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। ”
ভোলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলী জানান, নদীর তলদেশ দিয়ে ভোলা-পটুয়াখালী মেরিন কেবল লাইনে ত্রুটি থাকায় জাতীয় গ্রিড থেকেও আপাতত বিদ্যুত পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ভোলা পাওয়ার হাউজের নিজস্ব ২ মেগাওয়াট ক্ষমতার জেনারেটরটিও অচল।
“আমরা মেরিন কেবলের ত্রুটি মেরামতের চেষ্টা করা যাচ্ছি। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান করা সম্ভব হবে।


ভোলায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবদুল মাজেদ জানান, মেরিন কেবলের ঠিক কোথায় সমস্যা, তা খুঁজে বের করতে কাজ করছেন তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।