আমাদের কথা খুঁজে নিন

   

ক্র্যাক করা নিয়ে কিছু মন্তব্য দেখে মনটা খারাপ হয়ে গেল....

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

ক্র্যাক করা নিয়ে কিছু মন্তব্য দেখে মনটা খারাপ হয়ে গেল....কোন একজন একটা সফট এর ক্র্যাক করে অরজিনালের সুবিধা পাওয়ার সুযোগ করে দিচ্ছে অন্যজন তাকে ধন্যবাদ না দিয়ে চুরির অপবাদ দিচ্ছে....অবশ্যই আমি নীতিগত ভাবে আস্তিক তাই চুরিকে সাপোর্ট করার প্রশ্নই আসেনা...তবুও কম্পিউটারের ব্যাপারে আমি....তাই এই লেখা.... যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই....বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে কজন মানুষের ক্ষমতা আছে জেনুইন সফটওয়ার ইউজ করার তাই বলে কি তারা পিছিয়ে থাকবে...? বাংলাদেশে কটা কম্পিউটারে অরজিনাল সিস্টেম আছে..? আর আমি মনে করি জ্ঞান কখনো চুরি বা পাইরেট করা যায় না। তাছাড়া এমনটা ভাবার কোন কারন নাই যে, মাইক্রোসফট/সফটওয়্যার কোম্পানীরা জানেনা যে তাদের জিনিস ক্র্যাক করা হচ্ছে।...সিম্পল একটা উদাহরণ দেই...একটি কম্পিউটারের জন্য একটা অরজিনাল অটোডেক্স মায়া সফওয়াররের দাম কয়েক লক্ষ টাকা যা বাংলাদেশে খুব কম ব্যাক্তিই/গ্রাফিক্স ফার্ম ই কিনতে পারে। তাই বলে এদেশের থ্রিডি এ্যানিমেশন কি বিদেশের মতো কোয়ালিটিড হচ্ছেনা....? তাছাড়া বিভিন্ন ওয়েব সাইটে যে ক্র্যাক ফাইল পাওয়া যায় তা সবাই জানে, শুধু জানেনা ব্যবহারের নিয়ম তাই এটা যদি কেও দেখিয়ে দেয় তবে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য...তিরস্কার নয়। আর যদি ধরেই নেই যে সে চুরি করেছে তবুও-তার চুরির জিনিস তো তার নিজের জন্য রেখে দেয়নি বিলিয়ে দিয়েছে সবার উপকারের জন্য। মুভিতে যদি বরিনহুড-কে সার্পোর্ট করি বাস্তবে কেন এই........(...)..?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.