আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং সামাজিক অপরাধ এবং কবিরা গুনাহ

Mahmood Khan

ইদানীং বখাটে ছেলে কর্তৃক মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ইসলামের দৃষ্টিতে এটি একটি জঘন্য সামাজিক অপরাধ এবং কবিরা গুনাহ। এখনই এসব বখাটের লাগাম টেনে ধরতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সমাজের সবাইকে সম্মিলিতভাবে এ জঘন্য অপরাধ প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে।

ইতিমধ্যে একজন শিক্ষক বখাটেদের দ্বারা আক্রান্ত হয়ে অবশেষে মারা গেছেন। এটি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। একজন সচেতন শিক্ষক এরূপ অন্যায় আচরণ মেনে নিতে পারে না। তাই নাটোরের লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমানের প্রতিবাদ করেছিলেন; কিন্তু বখাটে যুবকদের হাতে তাকেও জীবন দিতে হলো।

আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তা’আলা যেন তাদেরকে হেফাজত করেন। চট্টগ্রামে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হত্যা করা হয়েছে। এসব ঘটনা আমাদেরকে বিচলিত করে তুলেছে। বখাটেদের হাতে আমাদের মেয়েরা কত অসহায়! তা এসব ঘটনা দ্বারা অনুমান করা যায়। এসব লোক শরিয়তের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ করেছে।

পরকালে এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। দুনিয়াতেও আমাদের সমাজ রক্ষা করতে হলে এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ। অপরদিকে আমাদের ছেলে-মেয়েদের ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে। তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে।

কুরআন-সুন্নাহর আদর্শের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ হবে বালিগ-বালিগা ছেলেমেয়েদের পর্দা করার ব্যাপারে তাগিদ দিতে হবে। আল্লাহ তা’আলা এ জন্য বালিগ নারী-পুরুষের জন্য পর্দা করা ফরজ করেছেন। আল্লাহ তা’আলা বলেন, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মু’মিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না।

আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু (আহযাব : ৩৩:৫৯)। ’ আল্লাহ তা’আলা এসব বিষয়ে সচেতন হওয়ার এবং বখাটেদের প্রতিরোধে সম্মিলিতভাবে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দিন। আমিন। ফরিদপুরের মধুখালীতে এক অসহায় মা প্রতিবাদ করায় জীবন দিলেন। এ সবের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.