আমাদের কথা খুঁজে নিন

   

জিজ্ঞাসা-৫

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

যে নদীটির ভালবাসার গন্ধ মেখে আমি বয়ে চলেছি - জোয়ার ভাটার টানে - সে ছিল খুব শান্ত, নীরিহ আর করুণ । করুণ, কেননা ভাটার টান এলেই তার তরংগিত আঁচল সরে গিয়ে- মধ্যশরীরে জেগে উঠতো - ক্ষতবিক্ষত চর । ঈষৎ ঘোলাটে জলের ধারা, ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অনিবার্য টানে ছুটে যেত- উত্তর থেকে দক্ষিনে আবার দক্ষিন থেকে উত্তরে । আর আমি অবাক হয়ে ভাবতাম- 'কে তাকে এমন ডেকে নেয়, আজন্ম কেবল ছুটোছুটি- রাখা নেই একটুকু বিশ্রাম?' তখনও নদীর গন্তব্য সম্পর্কে স্পষ্ট কোন ধারনা ছিল না আমার ! আর কী আশ্চর্য ! জীবনে এতটা স্রোতে ভেসেও আজও আমি বিষ্ময় নিয়ে ভাবি ! অমোঘ কোন সে তীব্র টানে অক্লান্ত ছুটছে নিরবধি - আমার ছোট্ট-করুণ নদী ? ***********

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।