আমাদের কথা খুঁজে নিন

   

বুড়োদের গান--যে গান গুলো এখনও শুনলে মনে হয়ঃ আভি তো ম্যায় জওয়ান হুঁ!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

ফ্রাইডে নাইট হলো সারা দুনিয়াতে সবার আকাংখিত অবসরের রাত.....সারা সপ্তাহ কাজ, পড়া ইত্যাদির অবসর। উঠতি বয়সি ছেলে-মেয়েদের জন্য ডেটিং এর রাত--নাইট ক্লাবের রাত। সে রাতে আজ রাত জেগে স্মৃতির চর্বিত চর্বণ করছি (আমার এখানে শুক্রবার রাত ১২:৪০ এখন)...গানের মত আর অন্য কিছু কি এতো স্মৃতি কাতর করতে পারে? জুর্ম (১৯৯০) এর যাব কই বাত বিগাড় য্যায়ে--এই গানে এখনও যে রোমান্স খুজে পাই--তাতে সান্তনা পাই! মনটা এখনও বুড়ো হয় নি বোধ করি! ১৯৭৯ সালে মন্জিল সিনেমার রিম ঝিম গিরে শ্রাবণ শুনে এখনও মনে অনুরনণ জাগে...মনে হয় এইতো বৃষ্টিতে ভিজজি! আধিঁ (১৯৭৫) এর তেরে বিনা জিন্দেগী সে কোয়ি শিকওয়া এর মত বিরহের গান কি আর পরে কেউ সৃষ্টি করতে পেরেছে? ১৯৭৯ এর গোলমালের সেই চিরস্মরণীয় এভারগ্রীণ--আনে ওয়ালা পাল, যানে ওয়ালা হ্যায়... কিংবা লতা-জগজিৎ এর সে অসাধারণ নস্টালজিক সুর! লতা-কিশোরের সেই চির-রোমান্টিক প্রেমের স্বপ্ন--দেখা এক খওয়াব...সিলসিলা (১৯৮১) বাঘি (১৯৯০) সালের চন্দ্ররাতের সেই রোমান্টিক গানই বা কম যায় কিসে? ১৯৮৮ সালের সেই বিখ্যাত কিয়ামতের আগে পরের এই গানই বা ভুলি কি করে? এসব শুনে মনে মনে তৃপ্তির ঢেকুর উঠে! বুড়ো হইনি তাহলে! এখনও জাদু হ্যায় নেশা হ্যায়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।