আমাদের কথা খুঁজে নিন

   

মাইলির নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গার্জ’

টুইটারে অনুসারীর সংখ্যা এক কোটি ত্রিশ লাখ ছাড়ানোর পর ভক্তদের জন্য নিজের নতুন অ্যালবামের নাম প্রকাশ করেছেন মাইলি সাইরাস। খবর ব্যাং শোবিজের।
৬ অগাস্ট টুইটারে মাইলির অনুসারীর সংখ্যা বেড়ে হয় এক কোটি ত্রিশ লাখ। আর এই খুশিতে ভক্তদের কাছে নিজের নতুন অ্যালবামের নাম টুইট করেন তিনি। মাইলি জানান তার নতুন অ্যালবামের নাম হবে ‘ব্যাঙ্গার্জ’।


২০ বছর বয়সী এই গায়িকা তার ভক্তদের বলেন, তার অ্যালবামের নাম কেন ‘ব্যাঙ্গার্জ’ রাখা হল তা জানতে হলে টুইটারে তার অনুসারীর সংখ্যা আরও বাড়াতে হবে।
মাইলি টুইট করেন, “আপনারা এখনও জানেন না কেন আমার নতুন অ্যালবামের নাম ব্যাঙ্গার্জ; তবে শীঘ্রই জানতে পারবেন, যখন আপনারা এর গানগুলো শুনবেন। ”
জুলাই মাসে মাইলি জানান যদি টুইটারে তার ভক্তের সংখ্যা ১০ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যায় তবে তিনি তার নতুন অ্যালবামের নাম প্রকাশ করবেন।
‘ব্যাঙ্গার্জ’ অ্যালবামটি হবে ২০১০ সালে প্রকাশিত মাইলির অ্যালবাম ‘কান্ট বি টেইমড’-এর একটি ফলোআপ।
তবে নতুন এই অ্যালবামের নির্মাতারা আশঙ্কা করছেন অ্যালবামটি মুক্তির আগেই হয়ত গানগুলো প্রকাশ করে দেবেন মাইলি।

কারণ তিনি ভক্তদের চমকে দিতে খুব ভালোবাসেন।
মাইলি আরও জানান, অ্যালবাম প্রকাশ করার কোনো তারিখ এখনও ঠিক হয়নি। তবে এ বছরই প্রকাশ পাবে অ্যালবামটি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।