আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধি করুন ফায়ারফক্সের গতি

সাধারণ মানুষ যার জানার কিছু ইচ্ছা আছে।
বৃদ্ধি করুন ফায়ারফক্সের গত। আমরা অনেক সময় ফায়ারফক্সের গতি কম পাই। আপনি ইচ্ছা করলে এর গতি বৃদ্ধি করতে পারি। এর জন্যে আপনাকে যা করতে হবে তা হল- #প্রথমে Mozilla Firefox ব্রাউজারটি খুলুন।

#এর পর Address bar এ লিখুন about:config এর পর ইন্টার দিন। #এর পর warning massage এর I’ll be careful এ ক্লিক করুন এবং ইন্টার দিন। # এরপর about: config এর পেজটি আসবে। সেখানে Filter এ Pipelining লিখে Search দিন। # এর পর network.http.pipelining এর vlue পরিবর্তন করে false থেকে true দিন ।

# এর পর network.http.pipelining.maxrequests এর value পরিবর্তন করে ৪ থেকে ১০ করে দিন। মনে রাখবেন ১০ এর বেশী হলে ফায়ারফক্সে ফ্রিজ হতে পারে। #এবার file মেনুতে যান এবং Exit করুন। # এবার আপনার ইন্টারনেট কানেকশনে যান । #এবার আপনার কানেকশনের আইকন থেকে properties এ click করুন ।

# সেখানে General অপশনে configure ক্লিক করুন। #এর পর advanced এর speed value হাই করে দিন। এই বার আপার পিসি Re-start দিন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।