আমাদের কথা খুঁজে নিন

   

♣ অযোগ্য অকবিতার কথামালা।♣

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... রোদ চশমাটি একদিকে পড়ে আর বইগুলোতে ধুলো। সূর্যটা আমার কই হারালো, আলোগুলো কোথা গেলো? সত্য আমার রক্তাক্ত কেন কাঁদে ঘরকোণে একা, অশ্রু কেন এই আমার চোখে দেখে ওই চাঁদ বাঁকা? পড়বনা আর, দেখবনা আলো, বলবনা সত্য কোন, অশ্রু জলে ভিজাবোনা চাঁদ, করবোনা অভিমানও। পথগুলো আজ বিষণ্ণ বড়, ধুসর দূর আকাশ, সাগরের নীল আর নয় আমার, নয় শুভ্র কাঁশ। আমি রিক্ত বড় কাঁদছি একা সব দৃষ্টির আড়ালে, কি করে বাঁচি স্বপ্ন-জীবনের মাঝে, মৃত্যু এসে দাঁড়ালে? কত নীল এঁকে চলেছি এই মন ক্যানভাসে, ছবি আঁকা শেষ তবু কেউ দেখবার নেই পাশে। আমি একা, একাকীত্বের সাথে অযাচিত বন্ধুত্ব নিয়ত, কোন আক্রোশে জানিনা, জীবনের এই প্রতিশোধ শত। ধূলি খুদ্র অস্তিত্বের কল্পনা, কোন ফিকশনের অবাস্তবে হারাবার যাতনা, কতবার সইতে চেয়েছি, পারিনি, পারবোনা- মিথ্যে অনুভূতির সাথে আর কতোকাল সন্ধি? জানিনা। উৎসর্গঃ ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুকে। ওকে ভালবাসি। ছবিঃ ইন্টারনেট (গুগল, ফ্লিকার)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।