আমাদের কথা খুঁজে নিন

   

সারাটি রাতের ভাবনা.....................নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

হারাতে হারাতে এখন তলানী পড়ে আছে একদিন সেই তলানীও নিঃস্ব হয়ে যাবে সেই একদিনের প্রতীক্ষায় আছি আমি কবে আর কেউ কোনোদিন কাছে এসে জানতেও চাইবে না "কেমন আছো লহরী?" সমাজের নিকৃ্ষ্ট মানুষের চেয়ে আরো বেশী নিকৃষ্ট আমি সমাজ না মানা ভেঙ্গে চূড়মার করা এক প্রতিবাদী নারী আমি শাঁখা-সিঁদুর আর কবুলের বন্ধনের চেয়ে হৃদয় মানা নারী আমি সমাজের চেয়ে ভালোবাসার নিয়ম কে আগলে নেই কেউ না থাকুক আমার পাশে হাত বাড়িয়ে কারুকে নাইবা পেলাম কি এসে যায় ! হারাতে হারাতে আমি এখন অজেয় সিন্ধু প্রমত্ত পদ্মা কালবোশেখী ঝড় হয়ে গেছি শুধু তোমার কাছেই এখনো রমণীয় এখনো কোলে মাথা রাখা অবুঝ এক নারী... ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম ০৩ অক্টোবর,২০১০ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।