আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম বাঙালী চা পানকারী এবং গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্রের কথা

যে মুখ নিয়ত পালায়......। ।

চা ছাড়া আমাদের একটা দিন ও কি চলে, চা তো আমার জীবনের একটা অংশ!! হুইলের বিজ্ঞাপনটাকে চায়ের বিজ্ঞাপন করলে এমনি হয়। এই চা নামক পানীয় এখন আমাদের জীবনের অংশ হয়েই দাড়িয়েছে। দল মত জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার কাছেই এর গ্রহনযোগ্যতা অনেক।

শ্রেণীহীন এই পানীয় সম্পর্কে কিছু জানা যাক। বাঙ্গালীদের মধ্যে বিশাল কোন কর্ম কেউ সজ্ঞানে অথবা অজ্ঞানে করে ফেললে এটা নিয়া ক্যাচাল শুরু হয়ে যায়। কেউ বলেন এইট্যা তোমার আগে জব্বার মিয়া করছে। । মহব্বত আলী রেগে আগুন।

মিয়া প্রমান দেখাও। প্রমান দেখা দেখি চাখা চাখি পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে। একদল বলে জব্বার মিয়া আগে করছে আরেকদল মহব্বত আলীর পক্ষে...। (উদাহারনঃস্বাধীনতার ঘোষনা)) তাই আমাদের জানা দরকার কোন বাঙালী প্রথম চা পান করলেন। বাংলাদেশের বিক্রমপুরে ৯৮০ সালে এক মহামনিষী জন্ম গ্রহন করেন।

তিনি ১০৪০ সালে ৩৫ জন সঙ্গীসহ তিব্বত যাত্রা করেন। ঘোড়ায় চড়ে এই মহান জ্ঞানী লোক যখন তিব্বতে জ্ঞানের আলো ছড়াতে যাচ্ছিলেন তখন তার বয়স ৬০ বছর। কিন্তু তার চোখ এবং মুখশ্রী থেকে ঠিকরে পড়ছিল জ্ঞানের অত্যোজ্জল আভা। আলোকিত হচ্ছিল যাত্রাপথ। তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল শান্তির বাণী, অতি ভালো! অতি ভালো !অতি মঙ্গল! অতি ভালো হত্র।

তিব্বতে পৌছলে ওখানকার রাজা তাকে বিনম্র শ্রদ্ধায় গ্রহন করেন এবং ড্রাগন আকাঁ পাত্রে তিব্বতি উপায়ে প্রস্তুত চা এনে দেন। এই পানীয় খেয়ে তিনি একটি কবিতাও রচনা করেছিলেন। এই মহাজ্ঞানীর নাম অতীশ দীপংকর। (ফেসবুকে প্রাপ্ত অতিশ দীপংকরের মূর্তির ছবি) কোন এক কবি তার বর্ননা এভাবে দিয়েছেন, বাঙালি অতীশ/ লংঘিল গিরি/ তুষারে ভয়ংকর/ জ্বালিল জ্ঞানের দীপ/ তিব্বতে বাঙালি দীপঙ্কর। ”(নাম না জানা কোন এক কবির লেখা।

এই চারলাইন প্রায় দশবছর আগ থেকে আমার অতি প্রিয় হয়ে আছে) চায়ের মধ্যে থাকে ক্যাফেইন। এই জাতির জন্য ক্যাফেইন খুব দরকার। জাতি ওয়ান্ট মোর ক্যাফেইন.........। এখন চায়ের কথা বাদ দিয়া গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্রের কথায় আসি। মনিষী গৌতম বুদ্ধের একটা ভিক্ষাপাত্র পাওয়া গেছে কান্দাহারে।

বুদ্ধের ব্যবহার করা ভিক্ষাপাত্র মানে মহান জিনিস। এই সেই মহান ভিক্ষাপাত্র............... পোস্ট শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.