আমাদের কথা খুঁজে নিন

   

হায় তারানকো! হায় বাঙালী!


তারানকো তোমার সাথে তারা নেই কেউ। তুমি বুঝনি তোমার সাথে তারা কেউ ছিল না, এখনো নেই, কখনো থাকবেও না। শিশুর মত অবুঝ হৃদয় নিয়ে তুমি এসেছিলে বাংলাদেশে। বাঙালী তোমাকে চিনেছে শুধু তুমি বাঙালীকে চিনতে পারনি। জানি মুখে হাসলেও অনেক অভিমান নিয়ে চলে গেছ।

কিছু মনে কর না ভাই আমার এই বাঙালীর সাথে অভিমান করে লাভ নেই। এরা বুঝে না মানুষের হৃদয়। এরা নিউট্রন বোমা বুঝে মানুষ বুঝে না। এরা অনেক কিছু বোঝেও বুঝে না নিজেদের স্বার্থে। আমি আমার মত অনেক বাঙালীর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি।

জানি ক্ষমার অযোগ্য তবুও পারলে ক্ষমা করো। শরৎ চন্দ্র তার বিলাসী গল্পে বলেছেন, আমার মাদুলি-কবজ ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং সাপের বিষ যে বাঙ্গালীর বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম, ঘরে ত বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।