আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানচিত্র , একজন নারীর মুখ বনাম প্রথম আলো



বাংলাদেশের মানচিত্র , একজন নারীর মুখ বনাম প্রথম আলো প্রথম আলোর ১২ বছর পূর্তির বিজ্ঞাপনটি দেখেছেন কেউ ? কোথাও কি কোনো খটকা লাগছে ? বাংলাদেশের মানচিত্র , একজন নারীর মুখ? বাংলাদেশের মানচিত্রকে এভাবে খণ্ডিত বা বিকৃত করার অধিকার কে দিয়েছে তাদের? একটি দেশের মানচিত্র বা পতাকাকে বিকৃত করে পরিবেশন করা শাস্তিযোগ্য অপরাধ। প্রথম আলো কি তা ভুলে গেছে ? প্রথম আলো তো স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। তারা কিভাবে এটা প্রকাশ করে ? তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে কি সবাই এটাকে শিল্প বলে গন্য করবে? যদি জামাত-ই- ইসলামী এভাবে কোনো কিছুর ডিজাইন করত, তবে কি আমরা মেনে নিতাম? সবকিছু বদলে দাও নামে তারা যে শ্লোগানের জয়গান গাইছে তাতে করে কি তারা বাংলাদেশের মানচিত্রটাকেও বদলে দিতে চায়? তারা যেভাবে সবকিছূকে বাণিজ্যিকরণ করছে তাতে করে কোনদিন হয়ত শুনব, আজ থেকে আমরা বাঙালী নয় বাংলিশ, আমাদের প্রধান খাদ্য ভাত-মাছ নয়, কেএফসির চিকেন ফ্রাই বা বার্গার! চে গুয়েভার ফ্যাশন আইকন! সব কিছু বদলে দিতে নেই- এ সত্যটুকু কে তাদের বোঝাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.