আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লাগা রবীন্দ্রসংগীত

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

তোমারি ঝরনাতলার নির্জনে পর্যায় : পূজা তোমারি ঝরনাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে ।। রবি ওই অস্তে নামে শৈলতলে, বলাকা কোন্ গগনে উড়ে চলে - আমি এই করুণ ধারার কলকলে নীরবে কান পেতে রই আনমনে তোমারি ঝরনাতলার নির্জনে ।। দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বা নাই বা মেটে তা ভাবব না আর তার তরে । সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির-দেশে, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে তোমারি ঝরনাতলার নির্জনে ।। তোমারি ঝরনাতলার নির্জনে-রেজওয়ানা চৌধুরী বন্যা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।