আমাদের কথা খুঁজে নিন

   

এক যে ছিলো 'আলসে পাছা' জাতি!

আমি একজন নিরাপদ ব্লগার কে জানি বলেছিল "বাঙালি জাতির নাম হওয়া উচিত 'পাছা' - সবসময় দুই ভাগ!" কথাটা এক ফোটাও মিথ্যা না। রাস্তা ঘাটের চায়ের টং থেকে শুরু করে ব্লগ-ফেইসবুক পর্যন্ত সবখানেই এই অবস্থা! যে কোন কিছুতেই আমরা দুই ভাগ হতে বাধ্য, এটা আমাদের চারিত্রিক বৈশিস্ট। অবস্থাটা এমন যে কেউ একজন যদি উঠে দাঁড়িয়ে বলে আমার হাগা পেয়েছে, তাতেও আমরা দুই পক্ষ হয়ে যাব। একদল বলবে-আপনার হাগা আটকে রেখে বাসায় গিয়ে নিজের কমোডে বসে হাগা উচিত, আর আরেকদল বলবে হাগা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি এইখানেই প্যান্ট খুলে হাগতে বসে পড়ুন! এই হল জাতি হিসেবে আমাদের নমুনা! দেশে এখন এত্তবড় একটা আন্দোলন চলছে যার ইস্যু নিয়ে কোন মানুষেরই কোন দ্বিমত থাকার কথা নয়-সেখানেও আমরা হাজারজনে হাজারটা মত নিয়ে লাফালাফি করছি! আমি একটা জিনিশই বুঝে উঠতে পারি না যে এই দেশের আলো বাতাসে বড় হয়ে, এই দেশের মাটিতে ফলানো ধানের ভাত খেয়ে, আর এই দেশেরই পানি দিয়ে গলার পিপাসা মিটিয়ে কিভাবে এই দেশের অধিকার আদায়ের আন্দোলনের মধ্যে দ্বিমত ঢুকাতে পারি! কেন মোটা দাগে একটা পরিস্কার দাবীর সাথে আমরা একসাথ হতে পারি না? কেন এর মধ্যে হাজারটা নোংরা খেলা ঢুকিয়ে তাতে মত্ত হয়ে উঠি? আমি সোজাসুজি নিজেকে প্রশ্ন করে দেখলাম যে আমি কি চাই। উত্তরটাও খুব সহজেই পেয়ে গেলাম-যে দেশের মাটি পানি আলো বাতাস আমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত সযত্নে লালন করে এত্তবড় করে দিয়েছে, সে দেশের মাটিতে আমি এমন কাউকে সহ্য করতে পারবো না যারা নির্বিচারে এই দেশের লাখ লাখ মানুষের উপর অকথ্য ভাষায় নির্যাতন চালিয়ে নির্মমভাবে গণহত্যা করেছে এবং দম্ভের সাথে এই দেশের অস্তিত্বকে অস্বীকার করে চলেছে।

শুধু তাই নয়, আমার পবিত্র ধর্মকেও তারা ছাড় দিচ্ছে না, যাচ্ছেতাইভাবে মনগড়া ভূল ব্যাখা দিয়ে ত্রাস সৃস্টি করে গোটা ধর্মকে কলঙ্কিত করে যাচ্ছে দিনের পর দিন। এত্ত বড় বড় সর্বনাশ করার পরও আমরা কিভাবে তাদের পক্ষে কথা বলি? কিভাবে তাদের মত বেঈমানদের পাতা ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হয়ে তাদেরকে অনুসরণ করি? আমাদের একটা সু(?)নাম আছে যে আমরা নাকি অলস জাতি। এখন মনে হচ্ছে এই কথাটাও সত্যি। কারন আমাদের মগজ আছে, বিবেক বুদ্ধিও আছে, সত্য মিথ্যা ভালো মন্দ সবই চেনার ক্ষমতা আছে - কিন্তু সেটাকে আমরা ব্যবহার করি না স্রেফ অলসতার কারনে। তাই যে যা বলে, আমরা চোখ বুজে সেটাকেই সত্য বলে মেনে নেই, যাচাই করে দেখার মত মানসিক শক্তিটুকুও আমরা খরচ করতে রাজি নই।

সুতরাং যে কিংবা যারাই আমাদেরকে ‘পাছা’র সাথে তুলনা করেছিল, ভুল করেনি। আমরা আসলেই একটা ‘আলসে পাছা’ জাতি! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।