আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্য

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল

তোমার মসৃণ চরাচর কেবলি তৃষ্ণা জাগায় বিভোর পরিব্রাজক নেশায় চুর। দূর লাইট হাউসে দাঁড় কাকের মেলা অপসৃয়মান দিনের আলো ঠোঁট উল্টে বিকট হেসে ভেঙচে গেল। ঝর্ণার ঢাল ভাঙে পাহাড়ের এবড়ো পাথর নির্ঝর জল পতন তাড়িত স্মৃতিভ্রষ্টের নিষ্ফল রোমন্থন- শঙ্খচিল আর মেছো বাঘ নখর উঁচিয়ে ক্লান্ত পাহাড়ি যোনির প্রলুব্ধ আয়োজন নিঃশঙ্ক শিকার নাক ডুবিয়ে শুকছে গন্ধ মহুয়ার মতো কাছে টানে- ঋতুবতী অরণ্যে ধুম পড়ে গেছে অথচ হিমঘরে সটান শুয়ে নির্বোধ শিকারি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।