আমাদের কথা খুঁজে নিন

   

নভেম্বরের বৃষ্টি

পিনপতন নিস্তধ্বতা

নভেম্বর মাসটা আমার জন্য সবসময়ই বিশেষ। প্রতি বছর নভেম্বরে আমার জীবনে মনে রাখার মত কিছু না কিছু ঘটবেই। এটা মোটামুটি নিয়ম হয়ে গেছে। তাই সবসময়ই নভেম্বর শুরু হলে ভালো লাগে। অপেক্ষায় থাকি, এবার কি বিশেষ হবে।

আজকের সকালটাই অন্যরকম ছিলো। ঠান্ডা বাতাসের সাথে মিষ্টি সকাল! আহ! সারাদিন ভালোই কাটলো। সন্ধ্যা থেকে আবহাওয়াটা আরও উপভোগ্য ছিলো। রাতে খাবার পর ভাবলাম এই ঠান্ডা বাতাস গায়ে লাগানো উচিত। হাটলাম…পুরো জাহাঙ্গীরনগর।

এম্নিতে রাতের বেলা হাটতে তেমন ভালো লাগেনা। আজকের ব্যপার ভিন্ন। সুখী মানুষ। হেটে চললাম। জাহাঙ্গীরনগরের রাস্তা ধরে হাটতে থাকলে অদ্ভূত একধরনের নস্টালজিয়া গ্রাস করে, করবেই।

রাস্তার দুপাশের গাছগুলোর ঘ্রাণ পাচ্ছিলাম নাকে। মনে হচ্ছিলো ফার্স্ট ইয়ারের কথা। রাত ২/৩টার সময় সব বন্ধুরা মিলে হৈ চৈ এর সেই দিনগুলো। তখন রাত বারোটার পর থেকে রাত শুরু হতো আসলে। আর এখন তো এগারোটা বাজলেই দোকান বন্ধ! বন্ধ সব কোলাহল।

রুমে গিয়ে পিসি নিয়ে বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই। কক্ষবন্দী জীবন। রাতে হাটতে হাটতে দু’এক ফোটা বৃষ্টি গায়ে পড়ছিলো। হলে আসার কিছুক্ষণ পর আধপশলা বৃষ্টি হয়ে গেলো। একপশলা পুরোপুরি না, তাই আধ পশলা।

শুধু রাস্তাটা ভিজিয়ে গেলো। হোক আধপশলা, নভেম্বরের বৃষ্টি তো, তাই সই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.