আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাবিষয়ক সাহস্যমূলক পোষ্ট : আকুল আবেদন

আমার ব্লগে সবাইকে স্বাগতম। সকলের জীবন সুন্দর ও সুখী হোক। সকলকে ধন্যবাদ।

আমার ছোটভাই ২০০৬ সালে ইন্টার পাস করেছে। তার খুব ইচ্ছা কম্পিউটার নিয়ে পড়াশোনা করার।

কিন্তু নানা জটিলতার ও সমস্যার কারণে তার তা সম্ভব হয়নি। বর্তমানে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএ পড়াশোনা করছে। বর্তমান তার সেই পূর্বের ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছে। আমরাও চাই সে কম্পিউটার নিয়ে পড়াশোনা করুক। কিন্তু এখন তো আর পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না।

তাই একমাত্র ভরসা বেসরকারি ভার্সিটি। তাই আপনাদের দ্বারস্থ হলাম : ১. এটা কি সম্ভব? ২. কোথায় পড়ালে কম খরচে ভাল মানের পড়াশোনা করা যাবে? ৩. শুধু নাম ও ঠিকানা অথবা ওয়েব ঠিকানা দিলেও হবে। উল্লেখ্য তার এসএসসি ও এইচএসসিতে সাইন্স ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।