আমাদের কথা খুঁজে নিন

   

৭০ ও ৮০ দশকের চলচ্চিত্রের জনপ্রিয় গান

!!!

দেশীয় চলচ্চিত্র নিয়ে আমরা যতটা উন্নাসিক, সেই চলচ্চিত্রের গান নিয়ে মনে হয় ততোটা নই। বিশেষত ৭০ বা ৮০ দশকের অনেক গান আছে যা এখনো সমান জনপ্রিয়। আজকের সংকলনের গানগুলো মূলত শিল্পী ভিত্তিক। তবে আয়োজনটা একটু ব্যাতিক্রম। চেষ্টা করা হয়েছে শিল্পীর অলটারনেট জনপ্রিয় গান সিলেক্ট করতে। যেমন আবিদা সুলতানা’র বিমূর্ত এই রাত্রি আমার নির্বাচন না করে অন্য আরেকটি গান নির্বাচন করা হয়েছে। তবে সবক্ষেত্রে এটি প্রয়োগ করা সম্ভব হয়নি। আবার অলটারনেট জনপ্রিয় গান বাছাই করতে গিয়ে যে কিছুটা বায়াসড হয়নি তাও অস্বীকার করার সুযোগ নেই গানের পাশাপাশি চলচ্চিত্রের নামও দেয়া হয়েছে। নাম না জানা চলচ্চিত্রের নাম বা জনপ্রিয় অন্যান্য গান পাঠকরা আগ্রহ হলে সংযোজন করতে পারেন। ♪ আকাশের হাতে আছে- আঞ্জুমান আরা বেগম, চলচ্চিত্র: আয়না ও অবশিষ্ট ♪ আছেন আমার মোক্তার- সৈয়দ আব্দুল হাদী, চলচ্চিত্র: গোলাপী এখন ট্রেনে ♪ আবার এলো যে সন্ধ্যা- লাকী আখন্দ, চলচ্চিত্র: ঘুড্ডি ♪ আমার প্রেমের তরী- ফেরদৌস ওয়াহিদ ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: মহেশখালীর বাঁকে ♪ আমার মন বলে তুমি আসবে- রুনা লায়লা, চলচ্চিত্র: আনারকলি ♪ আমার মনের বেদনা- শাম্মী আক্তার ♪ আমি যে কেবল বলে চলি- শাহনাজ রহমতউল্লাহ, চলচ্চিত্র: আগন্তুক ♪ আয়নাতে ঐ মুখ দেখবে যখন- মাহমুদ্দুননবী, চলচ্চিত্র: নাচের পুতুল ♪ এই দুনিয়া এখনতো আর- মিতালী মুখার্জী, চলচ্চিত্র: দুই পয়সার আলতা ♪ এতো সুখ সইবো কেমন করে- নীলুফার ইয়াসমীন, চলচ্চিত্র: শুভদা ♪ ঐ দূর দূরান্তে- মোহম্মদ আলী সিদ্দিকী, চলচ্চিত্র: দীপ নেভে নাই ♪ ও যার অন্তরে বাহিরে কোন তফাৎ নাই- রথীন্দ্রনাথ রায়, চলচ্চিত্র: অন্ধবধূ ♪ কতো যে তোমাকে বেসেছি ভালো- সুবীর নন্দী, চলচ্চিত্র: উসিলা ♪ চন্দ্র সূর্য সবই আছে- সামিনা চৌধুরী, চলচ্চিত্র: প্রেম দিওয়ানা ♪ তুমি হলে তুমি দূর এলো কাছে- সেলিনা আজাদ, চলচ্চিত্র: দস্যু বনহুর ♪ দুঃখ ভালোবেসে- সাবিনা ইয়াসমীন চলচ্চিত্র: জন্ম থেকে জ্বলছি ♪ নিন্দার কাঁটা যদি- ফরিদা পারভীন, চলচ্চিত্র: অন্ধপ্রেম ♪ নীল আকাশের নিচে- খন্দকার ফারুখ আহমেদ, চলচ্চিত্র: নীল আকাশের নিচে ♪ পথে পথে দিলাম ছড়াইয়া রে- কলিম শরাফী, চলচ্চিত্র: সূর্যস্নান ♪ পীচ ঢালা এই পথটারে- আব্দুল জব্বার, চলচ্চিত্র: পীচ ঢালা পথ ♪ পাথরের পৃথিবীতে- শাকিলা জাফর ও তপন চৌধুরী, চলচ্চিত্র: ঢাকা ৮৬ ♪ ভাবী যেন লাজুক লতা- সত্য সাহা, চলচ্চিত্র: আবির্ভাব ♪ ভালোবাসা দিয়ে মোরে- নার্গিস পারভীন, চলচ্চিত্র: কন্যা বদল ♪ ভালোবাসার মূল্য যে কি- আবিদা সুলতানা, চলচ্চিত্র: ইয়ে করে বিয়ে ♪ মা গো মা- মোঃ খুরশীদ আলম, চলচ্চিত্র: সমাধি ♪ ভালোবাসার মূল্য কতো- আজাদ রহমান, চলচ্চিত্র: এপার ওপার ♪ ফুলের বাসর ভাঙলো যখন- প্রবাল চৌধুরী, চলচ্চিত্র: চন্দ্রনাথ ♪ যার ছায়া পড়েছে- ফেরদৌসী রহমান, চলচ্চিত্র: আয়না ও অবশিষ্ট ♪ সেতো কেউ জানে না- চিত্রা সুলতানা, চলচ্চিত্র: এমিলের গোয়েন্দা বাহিনী ♪ হয় যদি বদনাম হোক আরো- জাফর ইকবাল, চলচ্চিত্র: বদনাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।