আমাদের কথা খুঁজে নিন

   

কোবতেঃ শালারা মজেছিল খালার প্রেমে



থরো থরো ঘরের ভেতর একাকী শামুক হাঁটে, হেঁটে যায় কামুক জলের তিলক । যেতে পারে অনেক দূরে। কিন্তু যায় না, আরেকটা বৃষ্টির জবাফুল সাজিয়ে যে কান্তা কাছেই ছিল, সেও হয়ে ওঠে অনেক অপরিচিত। মাঝে মাঝে অচেনা মানুষেরাই মানুষের কামসহচরি হয়। দূর্বাআলোয় নাচে মেঘের বক্ষ। বুভুক্ষ শুয়রের চেহারা নিয়ে থাবা পাকায় আমাদের শালারা আজ খালাকেই খাবে..... তিলকপরা কাকগুলোকে তাড়াতে তাড়াতে..!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।