আমাদের কথা খুঁজে নিন

   

দিনমজুর ভাইজানের বুমেরাং থেকে.......। না কারো সাবধান হওয়ার দরকার নেই কেননা ওটা ওনার কাছেই ফেরত গেছে।

এখনই, নয়তো কখনই নয়...।

দিনমজুর ভাইজানের স্টিকি করা পোস্টে আর্মিদের বানিজ্য বিষয়ক যে প্রসঙ্গটি টেনে আনলেন তা এক কথায় বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আর্মিরা সমালোচনার উর্ধ্বে নয় তা ঠিক কিন্তু তাদের সমালোচনার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানো কি ঠিক? যাই হোক দিনমজুর ভাইজান আর্মিদের ব্যবসা বানিজ্য নিয়ে যা বললেন তাতে আমি নিজেই কিছুটা বিভ্রান্ত বোধ করছি। আশা করি উনি সে বিভ্রান্তি দূর করবেন। “এই ধরণের ঘটনা থেকে জনগণের অর্থে লালিত পালিত আর্মি কর্পোরেট পুজির মালিকে পরিণত হয়ে আর দশটা কর্পোরেট গ্রুপের মতোই লুটেরা শোষক শ্রেণীর কাতারে দাড়িয়ে যাওয়ার আভাস পাওয়া যায়”।

লেখার শেষ অংশে উনি যা বললেন তা থেকে এটা বুঝা যায় যে আর্মি ব্যবসা বানিজ্য বেশ ভালোই করছে। তা না হলে তারা এতো বড় পুজি কিভাবে গড়ে তোলে? তবে তাতে করে তারা পুজির মালিক কিভাবে হয়ে যান তা বোধগম্য নয়। আর্মি একটা সরকারী প্রতিষ্ঠান। তারা যে কারখানা পরিচালনা করে তাও সরকারী। সুতরাং আর্মি বড়জোর ব্যবসা পরিচালনাকারী।

তারা কিভাবে তার মালিক বনে যান? বিপিসিও তো তেল বেচে অনেক মুনাফা করছে। কই এটা তো বলেন না যে বিপিসির সাথে সংস্লিষ্ট বেসামরিক আমলারা কর্পোরেট পুজির মালিকে পরিনত হয়েছেন? দিনমজুর ভাইজানের ভাষ্যমতেঃ “বিবিসির কামাল আহমেদ একটা রেডিও ডকুমেন্টারিতে ফৌজি বাণিজ্যের দুর্দান্ত একটা তত্ত্ব তালাশ করেছেন”। ওই রিপোর্টটা পড়ার পর বুঝলাম দিনমজুর ভাইজান বেশ দুর্দান্তভাবেই ওই লেখার শুধুমাত্র শেষের অংশ (আর্মি পরিচালিত প্রতিষ্ঠানসমুহের তালিকা) ওনার ব্লগে উল্লেখ করলেন অন্য কোন অংশ নয়। কারন অন্য অংশ তুলে ধরলে ওনার প্রতিরক্ষা বাহিনীর বানিজ্য বিষয়ক বিতর্ক (নাকি বিভ্রান্তি) নখ-দন্তহীন হয়ে যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, After independence in 1971, the SKS began its journey only with Tk 2.5 crore. Within four years, the tiny investment turned into Tk 100 crore, the documentary said. The property value of the projects and commercial efforts related to Bangladesh Army is estimated to be at least Tk 3,000 crore, the documentary said. প্রথমতঃ আর্মিদের বানিজ্য স্বাধীনতার পর থেকেই শুরু এবং র্নিবাচিত গনতান্ত্রিক সরকারের আমল থেকেই শুরু।

কোন সামরিক শাসক এর সময়ে এর প্রচলন হয়নি। দ্বিতীয়তঃ তাদের সফল পরিচালনার কারনে সরকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা দিন দিন বেড়েছে কমেনি। যেখানে অন্যান্য বেসামরিক আমলা দ্বারা পরিচালিত সরকারী প্রতিষ্ঠান দিনের পর দিন লোকসান দেয় সেখানে আর্মি কর্তৃক পরিচালিত সরকারী প্রতিষ্ঠান মুনাফা করে। Both Bangladesh Army and Air Force of the armed forces division are directly involved in businesses. Following huge interest in businesses by both the forces, the government handed over several government loss-incurred-institutions to them. তার মানে হলো এই যে আর্মিরা পরিচালনার জন্য যা পায় তা সরকারের লোকসানি প্রতিষ্ঠানসমূহ কোন লাভজনক প্রতিষ্ঠান নয়। এখন এইসব লোকসানি প্রতিষ্ঠান যদি আর্মিরা ভালোভাবে চালায় তাহলে দিনমজুর ভাইজানের লোকসানটা কোথায়? কিংবা বেসামরিক আমলাদের হাতে কোন সরকারী প্রতিষ্ঠান যদি বছরের পর বছর লোকসান দেয় তাতে দিনমজুর ভাইজানের লাভটাই বা কোথায়? “The trust or institutions related with Bangladesh army do not deviate from the fundamental characteristics of capital in a capitalist society,” the documentary added. তার মানে বাংলাদেশ আর্মির সাথে সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো পুজিবাদী সমাজের মূল উপাদানগুলোকে পাশ কাটিয়ে কোন রকম বানিজ্য করছে না।

কিংবা বাংলাদেশ আর্মির বানিজ্যের কারনে মূলধারার বানিজ্য কোন সমস্যার সম্মুখীন হচ্ছে না। আর্মিরা যে প্রতিষ্ঠানগুল সফলভাবে পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানের বেশিরভাগ মানুষ বেসামরিক মানুষ। সুতরাং এই সফল পরিচালনার সুফলভোগী কিন্তু সেইসব বেসামরিক জনগনই। দিনমজুর ভাইজানের নামটা মজুর হলেও উনি আর্মিদের বানিজ্যকে কটাক্ষ করে যা লিখলেন তা কিন্তু ঐসকল বেসামরিক মজুরদের স্বার্থ বিরোধী হয়ে যায়। দিনমজুর ভাইজান পরবর্তিতে একটু সর্তকতার সাথে তথ্যসূত্র দিয়েন কখন কোনটা বুমেরাং হয়ে যায়.... তার কি ঠিক আছে?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.