আমাদের কথা খুঁজে নিন

   

digital ঈভ-টিসিং

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

বার্ড-ফ্লু , এনথ্রাক্স বা ঈভ-টিসিং - যা এই দেশে একবার শুরু হয় পুরো মহামারী আকারে ছড়িয়ে পরে। বার্ড-ফ্লু ছিল গত বছরের ঈদ স্পেশাল মহামারী। একজন মুরগী খামারী মরলো না আর আমরা কোটি টাকার মুরগী পুড়িয়ে মারলাম। এনথ্রাক্স ছিল এই বছরের ঈদ স্পেশাল মহামারী। Pulmonary Anthrax-কে যখন Bio-weapon হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা প্রাণঘাতী হতে পারে যদি তাৎক্ষণিক ব্যবস্হা নেয়া না হয়।

নতুবা এটা নেহায়েত একটি মামুলি ব্যাধি। কিন্তু ঈভ-টিসিং একটি সুপ্রাচীন মহামারী। তবে এখানে আমি কিছু digital ঈভ-টিসিং তুলে ধরব : ১) সরকারী দলের কোনো নেতা-নেত্রী যদি বিরোধী দলীয় নেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন। ২) বিরোধী দলীয় কোনো নেতা-নেত্রী যদি প্রধাণমণ্ত্রী বা সরকার পক্ষের কোনো নেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন। ৩) দেশের অবস্হা যেমনি হোক না কেনো কেউ স্বরাষ্ট্রমণ্ত্রী-কে যদি কেউ ব্যর্থ বলেন।

৪) কেউ যদি প্রভা-বাঁধন-তিশাকে নিয়ে Link পোষ্ট করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।