আমাদের কথা খুঁজে নিন

   

মানবমস্তিষ্কেও ‘জিপিএস’ আবিষ্কার

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মানবমস্তিষ্কেও রয়েছে জৈব গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যার সাহায্যে নিজের অবস্থান নির্ণয় করা যায়। মস্তিষ্কে এ ধরনের সেল সাধারণত পশুপাখির মধ্যে দেখা যায়। কিন্তু ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এবারই প্রথম মানবমস্তিষ্কেও বিশেষ এ সেলটি আবিষ্কৃত হল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ড্রেক্সেল ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণাটি করেছেন।
সম্প্রতি গবেষকরা গ্রিড সেলস নামের একটি নিউরন আবিষ্কার করেছেন।

তারা জানিয়েছেন, এ সেলটি অভ্যন্তরীণ জিপিএস সিস্টেমের কাজ করে। সেলটি স্মৃতি সংরক্ষণেও ভূমিকা পালন করে বলে জানিয়েছেন গবেষকরা।
১৯৭০ সালে ইঁদুরের মস্তিষ্কের স্মৃতির কেন্দ্রে একধরনের সেল খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা । তারা এর নাম দিয়েছিলেন প্লেস সেলস। পরবর্তীতে সে সেলটি মানবমস্তিষ্কেও আবিষ্কৃত হয়েছিল।

২০০৫ সালে বিজ্ঞানীরা ইঁদুর, বানরসহ বিভিন্ন প্রজাতির মস্তিষ্কে গ্রিড সেল আবিষ্কার করেন, যে সেলগুলো প্লেস সেলের তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করে। এ থেকে ধারণা করা হয়েছিল মানবমস্তিষ্কেও গ্রিড সেলস থাকতে পারে।
কিন্তু সম্প্রতি করা গবেষণায় বিষয়টি সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। গ্রিড সেলের উপর এ গবেষণাটি করেছেন জশুয়া জ্যাকবস এবং তার সহকর্মীরা। জ্যাকবস মনে করেন, অ্যালঝেইমার্স রোগীদের চিকিৎসায় গ্রিড সেল ব্যবহার করা যেতে পারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।