আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ বাদ দিচ্ছে এসার

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ আরটি ব্যবহারে অনেক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানই আগ্রহী নয়। তারা উইন্ডোজের চেয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারেই বেশি আগ্রহী। সম্প্রতি সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন উইন্ডোজ ব্যবহারকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এসারও উইন্ডোজ থেকে সরে আসছে।
ইয়াহু জানিয়েছে, এসার অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের মাধ্যমে যত দ্রুত সম্ভব ব্যবসা গড়ে তুলতে চাইছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০১৪ সালের শেষনাগাদ অ্যান্ড্রয়েড ডিভাইস এবং ক্রোমবুকসের সাহায্যে তাদের মুনাফা ৩০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।


উইন্ডোজের বদলে অ্যান্ড্রয়েড বেছে নেওয়ার কারণ হিসেবে এসারের প্রেসিডেন্ট জিম ওয়াং জানিয়েছেন, পিসি বাজারের ক্ষেত্রে তিনি তেমন সফলতা দেখছেন না। প্রথমেই তাদের উচিত মার্কেট শেয়ার নিরাপদ রাখা। তাই স্মার্টফোন এবং ট্যাবলেটের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিলে আগামীর জন্য তারা প্রস্তুত থাকতে পারবেন।
স্যামসাং, এলজি ও সনির মতো প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। সেদিক থেকে বলা যায়, এসারের অ্যান্ড্রয়েড ডিভাইসকে বাজারে বেশ প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.