আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুরে মহিলা পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

মৃত জহুরা বেগম (২৪) জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার শহরের চকপাঠক এলাকায় ভাড়া বাসায় তিনি ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পারিবারিক কলহের জেরে এক সন্তানের এই জননী আত্মহত্যা করেন বলে শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানিয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চক পাঠকের বাসায় তিনি ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেন।


প্রথমে তাকে শেরপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে শেরপুর পুলিশ লাইনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে ওসি জানান।

   
জহুরা বেগম চার বছর আগে চাকরিতে যোগদান করেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.