আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুরে শিবিরের ২১ নেতাকর্মীর নামে অভিযোগপত্র

সোমবার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
গত ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নেতা সহকারী সেক্রেটারি  জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় দেয়ার পর শহরের নারায়ণপুর এলাকায় গাড়ি ভাংচুর এবং ত্রাস সৃষ্টি করে ছাত্র শিবির।
এ ঘটনায় এসআই ফজলে এলাহী বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন।
সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ছাত্র শিবিরের সভাপতি মো. রাজু মিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তিন আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।
এরমধ্যে ফরহাদ ও জাকির নামে দুজন জেলে আছে। বাকি ১৯ জন পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.