আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইব্যুনালেই নির্ধারিত হবে অভিযুক্তদের ভাগ্য

 গোটা দেশই তাকিয়ে ছিল এই সংবাদ সম্মেলনের দিকে। দেশের ক্রিকেটে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) কী তদন্ত করল, এই কলঙ্কের সঙ্গে জড়িয়ে গেল ক্রিকেট-সংশ্লিষ্ট কার নাম, সংবাদ সম্মেলনে সেই অন্ধকারের বাসিন্দাদের ওপর আলো পড়বে—এমন প্রত্যাশা ছিল সবারই।

কিন্তু আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী কোডের কারণে এ বিষয়ে জানা গেল খুব অল্পই। তবে আকসুর তদন্তে একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ পাতানোর কলঙ্কে কলঙ্কিত। এই কলঙ্কের সঙ্গে জড়িতদের ভাগ্য নির্ধারিত হবে কয়েক দিনের মধ্যে গঠিত হতে যাওয়া একটি বিশেষ ট্রাইব্যুনালে।

আকসুর এই তদন্ত দলটি শুধু বিপিএল নিয়েই কাজ করেছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ম্যাচ পাতানোর অভিযোগ চাউর হওয়ার সময় এ ব্যাপারে দায় স্বীকার করে মোহাম্মদ আশরাফুল অতিরিক্ত হিসেবে বাংলাদেশের যে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের কথা জানিয়েছিলেন, সেগুলো এই তদন্তের আওতাধীন ছিল না বলেই জানিয়েছেন রিচার্ডসন। একই সঙ্গে আকসুর তদন্তে যে নয়জন ব্যক্তির বিরুদ্ধে বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের নামও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করার ব্যাপারে রিচার্ডসন অপারগতা জানিয়েছেন আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালা তা সমর্থন করে না বলে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।