আমাদের কথা খুঁজে নিন

   

বুস্ট করুন SEO আর ব্লগারে যুক্ত করুন একটি অন্যরকম সাইটম্যাপ

ঈদ মুবারাক। আশা করি সবাই ভাল আছেন। আপ্নাদের জন্ন ভাব্লাম একটা ভাল পোস্ট এর দরকার আছে। তাই ভাব্লাম পোস্ট টা করেই ফেলি। বর্তমানে অনেক ব্লগার ই ব্লগের জন্য ব্লগস্পট কে বেছে নেন।

দুর্ভাগ্যবশত ব্লগারের জন্য সুন্দর, SEO Friendly, রেস্পন্সিভ কোনো সাইটম্যাপ পাওয়া যায় না। কিন্তু যেকোনো সাইট এর জন্য সাইটম্যাপ অনেক দরকারি। সাইটম্যাপ পেজে এসে কোনো সার্চ ইঞ্জিন ব্লগের সবগুলা পোস্ট খুজে পায় যার ফলে সব গুলো পেজ ইনডেক্স হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক
কিভাবে যুক্ত করবেন ব্লগার ড্যাশবোর্ড থেকে আপনার ব্লগ সিলেক্ট করুন যান Pages > New Page এবং নাম দিন Sitemap পেজ এর এডিটর থেকে HTML সিলেক্ট করুন এবার তার ভিতরে এই কোডটি পেস্ট করুনঃ
 
এই কোডটি থেকে  tips0808.blogspot.com কে রিপ্লেস করে আপনার ব্লগের লিঙ্ক দিয়ে দিন এখন পেজ এডিটর এর ডান পাশ থেকে options এ ক্লিক করে Dont allow সিলেক্ট করে Done চাপুন । এবার পেজটি সেভ করুন পেজটি খুলে দেখুন কার্যকর হয়েছে কিনা আজ এ পর্যন্তই।

কোনো সমস্যা হলে কমেন্ট এ জানান সময় পেলে
আশা করি কাজে লাগবে। আমার ব্লগ এ একবার হলেও ঘুরে আশবেন নতুন কিছু পাবেন আশা করি।
add me on facebook

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।