আমাদের কথা খুঁজে নিন

   

রুবি বেগম

 

২০১০ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার বিয়ের কথা পাকা ছিল। কে জানত তিনি হবেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের স্পিকার! তার পাত্র বেকার হলেও বিঘা আটেক আবাদি জমির মালিক। কিন্তু বিয়েতে অমত ছিলেন কিশোরী রুবি বেগম। এ বিপদ থেকে রক্ষা পেতে তিনি ছুটে যান শিশুদল, ইউনিয়ন পরিষদ, এনজিও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে। তারপর সময় পেরিয়ে গেছে, ২০১১ সালে এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়েটি।

সে মেয়েই একদিন 'স্পিকার গার্ল' হিসেবে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পাড়ি জমিয়ে অবাক করে দেন সবাইকে। ক্যানবেরার পার্লামেন্ট হাউসে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দেশের কথা এবং সমাজে মেয়েদের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে এশিয়া মহাদেশের শিশুদের পক্ষে 'স্পিকার গার্ল' হিসেবে প্রতিনিধিত্ব করেন। তার মা হাসি বেগম গৃহিণী। পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে রুবি চতুর্থ। সপ্তম শ্রেণীতে পড়াকালে কচি কিরণ শিশুদলে যোগ দেন রুবি।

পড়ালেখার পাশাপাশি শিশুর অধিকার, জারি গান, নাচ, নাটক সবকিছুতেই ভালো অবস্থান করে নেন। তাদের এই সংগঠনকে যৌতুক, বাল্যবিবাহ, নাটক, নাটকের রূপশয্যা, শিশু সুরক্ষা, শিশু অধিকার, যোগাযোগ, উপস্থাপনা, সহায়তাকরণ, শিক্ষা, স্বাস্থ্য, শিশুশ্রম, নানা দিবসে র্যালি, পথসভা, নাটিকা ও শিশু অধিকারের ওপর বেশি করে প্রশিক্ষণ দিয়েছে। এভাবে হাঁটি হাঁটি পা পা করে একজন শিশু প্রতিনিধি হিসেবে রুবি সমাজ সংস্কারমূলক অনেক কাজে নিজেকে নিয়োজিত করেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত 'বিকজ আই এম এ গার্ল' (কারণ আমি একজন বালিকা) শীর্ষক ক্যাম্পেইনের প্রচার, প্রসার এবং রিপোর্ট উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের মেয়ে হয়ে রুবি এশিয়া মহাদেশের পক্ষে 'স্পিকার গার্ল' হিসেবে প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড, অন্যান্য সাংসদ, ডোনার প্রতিষ্ঠান, বিভিন্ন গণমাধ্যম উপস্থিত ছিল।

রুবি সেখানে সমাজের কিছু বাধ্যবাধকতা যেমন বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহের কথা তুলে ধরেন। এর ফলে শিশুর সব ক্ষেত্রে উন্নয়ন বাধাপ্রাপ্ত ও অধিকার ক্ষুণ্ন হয়। রুবির পারফরম্যান্স দেখে বহির্বিশ্বের প্রতিনিধিরা তার প্রশংসা করে বলেন, 'রুবি ইজ এ স্টার গার্ল অব বাংলাদেশ'।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।