আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাপ্তির অপর নাম দুঃখ

কামরুল কেমিস্ট

রুপাই সুখ খুজে ফেরে, রুপাই সুখ দেখে নেড়ে। সুখের কাটা ছেড়া, খুজে সুখের বেড়া। দেখেছে কি রুপাই, সুখ আসে দুঃখ ছাড়াই। দেখেছে কি সে , সুখ আছে বিষে। রুপাই কি ভেবেছে, যে দুঃখ সে পেয়েছে।

বিষণ্ণ ভাবনায়, কত সুখ কান্নায়!! রুপাইয়ের মনের তলে, পাথর পরে গলে। শুনেছে কি সে, সুখ আছে মিশে। হাজারো দুঃখের সাথে , সুখ যে থাকে তাতে। অনুভবে ব্যর্থ রূপাই, দেয় সুখের দোহাই। আসে কি তার ভাবনায়, কত সুখ কান্নায়।

ব্যথা যখন বেড়ে যায়, সুখ যখন ছেড়ে যায়, আসে কি তার ভাবনায়, কত সুখ কান্নায় !!! দুঃখ আপেক্ষিক, সুখই চিরন্তন। রুপাইয়ের বয়স যখন ছয় তখনকার একটি দুঃখ তার মনে আছে। সেই দুঃখটা হল একটি আইস্ক্রিম খেতে না পাওয়া। প্রতিবেশি একটি মেয়ের আইস্ক্রিম খাওয়া দেখে সে তার বাবাকে বলেছিল একটি আইস্ক্রিম কিনে দেওয়ার জন্যে। তার বাবা তাকে একটি আইস্ক্রিম কিনে দিয়েছিলেন তবে সেতি সেই কাংখিত আইসক্রিম নয়।

সেটাই ছিল তার দুঃখ। কান্নায় বুক ভাসিয়ে দিয়েছিল সে। সেই দুঃখটা সত্যই অন্যরকম। তার বয়স যখন আট , তখন সে একবার এক ঈদে জামা পায় নি, সেই ঈদে তার দুঃখ কে দেখে। কান্না, কান্না আর কান্না।

যতই সে বড় হতে থাকে ততই তার দুখের রকম ফের হয়। আর দুখ গুলো অবশ্যই অপ্রাপ্তি থেকে। স্কুলে কোন কারনে বান্দবিদের সাথে ঝগড়া করে কথা না বললে তার দুঃখ হয়, দুঃখটা তার মনের। যতদিন বান্দবির সাথে কথা না হয় ততদিন দুঃখ থাকে। দুখের অনুভূতিটা ভিন্ন।

হঠাত করে যখন সে বড় হয়, তখন যেন দুঃখ গুলো আরও রঙ পায়। সপ্নের ডানায় ভরে দুঃখ আসে। এক রাজ কুমারের জন্যে সপ্নের দুঃখ। সেই দুঃখের কোন যেন শেষ নেই। শুধু কান্না, খালি কান্না পেত যেন।

তখনকার সেই কাল্পনিক আপন জন ছাড়া আর যেন কেও আপন ছিল না। বয়স বাড়ার সাথে সাথে সেই আপন জনের দেখা পায় সে। কান্না যেন কিছুতা গতি পায়। কিন্তু মানুষ যা চায় তা কি পায় !! সেই জন তো তার ডাকে সারা দেয় না। তাই আবার দুঃখ গুলো বেড়ে উঠে।

কিন্তু জীবন তো থেমে থাকে না। সময়ের প্রয়োজনে, জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্যে নতুন সপ্ন বোনা লাগে, নতুনত্তে ভর দিতে হয়। আবার নতুন সম্পর্কে জড়াতে হয়। এখানেও দুঃখ থাকে। যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ দুঃখ।

পেলেও যে দুঃখ গুছে তা নয়। নতুন দুঃখ যোগ হয় তাতে। সামগ্রিক ভাবে তাই তো বলা যায় অপ্রাপ্তির অপর নাম দুঃখ। কারো হয়ত না খাওয়ার দুঃখ, কারো অভাবের দুঃখ, আবার কারো আত্মীয়তার দুঃখ, কারো আপন জন না পাওয়ার দুঃখ, তাহলে এটাই তো সত্যি সামগ্রিক অপ্রাপ্তির অপর নাম দুঃখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।