আমাদের কথা খুঁজে নিন

   

কৌশল বদলেছে জামায়াত-শিবির

পরনে শার্ট-লুঙ্গি আর গামছায় মুখ ঢাকা। হাতে হাতুড়ি আর হাসুয়া। লুঙ্গির সঙ্গে মোড়ানো হাত বোমা। এভাবেই কৃষকের বেশে মাঠ থেকে মহাসড়কে উঠে এসে নাশকতা চালানোর কথা জানিয়েছে পুলিশ।
এদিকে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষদিন মঙ্গলবারে দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে ৩১ জন।

 
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, বিভিন্ন সময় জঙ্গি ও চরমপন্থী সংগঠনগুলো যেভাবে কৌশল পরিবর্তন করে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে সে কৌশল এখন অবলম্বন করছে জামায়াত-শিবিরকর্মীরাও।
ছদ্মবেশধারী জামায়াত-শিবিরকর্মীরা মহাসড়কে উঠে প্রতিবন্ধতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জঙ্গলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
তবে, এ নিয়ে জামায়াত-শিবিরের দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক শিবিরকর্মী জানিয়েছেন, আইন-শৃংখলা বাহিনীর নজর এড়াতেই কৌশল পরিবর্তন করতে হচ্ছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গাইবান্ধায় হরতাল পালন হয়েছে ঢিলেঢালাভাবে।


হরতালের দ্বিতীয় দিনে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
এ সময় তারা যানবাহন ভাঙচুর করে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এতে শাহীন নামে এক যাত্রী আহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।