আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াইতে


আগে নিজের বকরিরে ঘাঁস খাওয়া পরে অপরের কথা চিন্তা করিস; নিজের বকরিতো ক্ষিদার জ্বালায় ম্যা ম্যা করতাছে" শৈশবে নিজে পড়া-লেখা ঠিক মত না করলেও যখন ছোট বোনের পড়া-লেখা নিয়ে মায়ের কাছে নালিশ করতাম তখন মা উপরোক্ত ডায়লগটি দিত। অনেক দিন পরে আজকে মায়ের সেই বিখ্যাত ডায়লগ মনে হলো প্রথম আলোর একটা সংবাদের প্রতি চোখ পড়ে। নিজের দেশের নাগরিকদের ১ মেগাবাইটের ফাইল ডাউনলোড করতে যেখানে ১ রাত লাগে সেখানে সরকার নিজের দেশের নাগরিকদের পুটু মেরে দাদা বাবুদের কাছে ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ বিক্রির উদ্যোগ নিয়েছেন। ১৯৯১-১৯৯৬ সালে ক্ষমতার থাকা কালীন বিএনপি সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতা আজও সমালোচিত হয় তা হলো তৎকালীন সরকারের অথর্ব মন্ত্রীদের নিজ দেশের তথ্য পাচার হয়ে যাওয়ার ভয়ে বিনে পয়সায় সাবমেরিন ক্যাবলের সংযোগের প্রস্তাব প্রত্যাখ্যান করা। যেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল আবার ২০০১ সালে ক্ষমতায় এসে ৬৫০ কোটি টকা খরচ করে The South East Asia-Middle East-West Europe 4 (SEA-ME-WE 4) নেটওয়ার্কে যুক্ত হয়ে।

একই সময় একই সুযোগের সদ্ব্যবহার করে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি সেক্টর নিয়ন্ত্রণ করতেছে ভারত। বিএনপি সরকারের সেউ ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশের একটা প্রজন্মকে। ক্ষমার অযোগ্য সেই ভুল নিয়মিতই মনে করিয়ে দিতে ছাড়েন না জাফর ইকবাল স্যার বা কায়কোবাদ স্যার, জাকারিয়া স্বপন সহ অন্যান্য তথ্য-প্রযুক্তিবিদরা। আমি নিজেও সেই ভুল ক্ষমা করতে রাজি না। সেই একই রকম ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার।

কিন্তু এবারকার ভুলটার পরিণতি হবে আরও মারাত্মক ও ধ্বনহসাত্নক। আমি আশ্চার্যিত হচ্ছি সরকারের এই পদক্ষেপ এর খবর বেশ কিছুদিন পূর্ব থেকেই মিডিয়ার আলোচিত হলেও এখন পর্যন্ত পরিচিত কোন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এই নিয়ে কোন উচ্চ বাচ্য করেনি বা আমার চোখে পড়ে নি। আমি যদি ভুল লিখি তবে দয়াকরে আমাকে সংশোধন করে দিবেন। ১৯৯১-১৯৯৬ সালের বিএনপি সরকারে না হয় অশিক্ষিত মানুষেরে খালেদা জিয়ার মন্ত্রী ও উপদেষ্টা ছিল; খালেদা জিয়া নিজেও হাইস্কুল না পেরোনো অশিক্ষিত মানুষ বলে তারা ফ্রিতে পেলেও সাবমেরিন ক্যবলে যুক্ত হয় নি কিন্তু ১২ টা ডক্টরেট ডিগ্রী-ওয়ালা প্রধানমন্ত্রী, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেওয়া আমেরিকার বিশিষ্ট কম্পিউটার বৈজ্ঞানিক বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কি ভাবে পরিকল্পনা করে ভারতের কাছে ১০০ গিগাবাইট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ বিক্রির ???? হায়রে আমার স্ব-ঘোষিত ১ নম্বর দেশপ্রেমিক প্রধানমন্ত্রী; নিজের দেশের বকরিরা যখন ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা করতাছে তখন আপনি যাইতাছেন অপরের দেশের বকরিরে ঘ্যাঁস খাওয়াতে ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.