আমাদের কথা খুঁজে নিন

   

মজিলা আপু VS অপেরা আপু!!!!!

good
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভাল আছেন। আজকে লিখতে বসেছি জনপ্রিয় ওযে়ব ব্রাউজার অপেরা আর মজিলা ফাযা়র ফক্স নিযে়। সামান্য কৌতুক করার জন্যই মজিলা আর অপেরা কে আপু বললাম।

এদুটো নামই অবশ্য মেযে়দের নামের সাথে যেতে পারে। আর তাদের আপু বললেও অপেরা মাইন্ড নাও করতে পারে তবে মজিলা তো আগে থেকেই ফাযা়র আছে! একটু মজা করে নিলাম। আসলে আজ আমি লিখতে বসেছি ফাযা়র ফক্সের ভার্সন ৪ বেটা ৬; আর অপেরার ১০.৬২ ভার্সনটি নিযে়। আশ্চর্য্যজনক হলেও সত্যি এই দুটি ভার্সনের ইন্টারফেস অনেকটাই একরকম। দেখে প্রথম প্রথম ভুল হতেই পারে আর ব্যবহারে? মনে হতে পারে আপনার কাছে যে মজিলা অপেরার কোড হয়ত পুরটাই ব্যবহার করেছে।

আগের (সর্ব শেষ ৩.৬.১২) ভার্সনের চেযে় অনেক নতুন ফিচার এতে যোগ করা হযে়ছে। এই সংস্করনে firefox নামের বাটন যুক্ত করা হযে়ছে যা অপেরার ১০.৫+ এর সাথে প্রায় পুরোপুরি মিলে যায়। পেজ লোড হওযা়র ব্যাপারটিও অপেরার মতই(!) তবে অপেরার মত wml ফাইল এতে ব্রাউজ করা যায় না। অনেকেই হয়ত বলতে পারেন যায় না মানে ১০০০ বার যায়। হ্যা যায় তবে তা wml এড অন ইন্সটলের পরেই কেবল সম্ভভ।

তবে অপেরার মত ভালভাবে আপনি এই এড অনের সাহায্যে wml ব্রাউজ করতে পারবেন বলে আমার মনে হয় না। ফাযা়র ফক্সের এই সংস্করনে পেজ প্রিন্ট, লিঙ্ক সেন্ডিং, বুকমার্ক তৈরি করা যাবে খুব সহজেই। আর এতে আছে Feedback বাটন যা দিযে় আপনি আপনার মতামত জানাতে পারবেন এর ডেভলপারদের। অপেরা নিযে় বেশি কিছু বলতে পারলাম না বলে দুঃখিত, অন্যদের মত আমারও একই সমস্যা বার বার সার্ভার ডাউন হচ্ছে। তবে যেতে যেতে এতোটুকু বলে যেতে চাই যে, অপেরার ভার্সন ১০.৬২ তে আপনি পাবেন Opera Unite যার সাহায্যে আপনি সরাসরি আপনার পিসি থেকে ফাইল শেযা়র করতে পারবেন।

আছে Opera Turbo যা আপনাকে দেবে ৩ গুন বেশি গতি (তবে তার জন্য আপনার ব্রাউজকৃত সাইটের রেজ্যুলেশন কমে যাবে এবং ছবির কোযা়লিটি খারাপ হবে) । আরও আছে Mouse Gestures এই প্রযুক্তি ব্যবহারে আপনি শুধুমাত্র আপনার মাউস ব্যবহার করেই ব্রাউজ করতে পারবেন। আর Opera Widgets তো আছেই। ওহ বলতে ভুলেই গেছি আরও আছে ইমেইল আর চ্যাট ক্লাইন্ট। অতএব এটি ব্যবহার করলে আপনার আর আলাদা করে কোনই মেইল ক্লাইন্ট সফ্‌টওয়্যার ব্যবহার করা লাগবে না।

এই হল আমাদের প্রিয় দুই আপু!!! তাহলে এবার ট্রাই করেই দেখুন কোনটি আপনার চাহিদার সাথে যায়? আরেকটি ব্যাপারে না বললেই নয় সেটি হচ্ছে আপনি একই সাথে মজিলা ২/৩+ ও এই পরিক্ষামুলক সংস্করনটি ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।