আমাদের কথা খুঁজে নিন

   

ফুলটাইম প্রেমিক হবার চেয়ে বরং পার্টটাইম প্রেমিক হওয়া ঢের ভাল!

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

অনেকদিন লিখবো লিখবো বলে লেখা হয়ে উঠছে নাহ, কে আবার কি মনে করে বসে তা নিয়ে সারাক্ষণ ভাবতে হয়, ঘন্টা দুই আগে সেই দূর্ধর্ষ অস্লিল রাইটার Taslima Nasrin এর একটা আর্টিকেল পড়লাম, তার কথা শুনে বেশ ভাল লাগলো। ব্যক্তিগত জীবনে এবং সাহিত্য জগতে এই মহিলার যথেষ্ট স্ক্যান্ডাল আছে, অনেকে এনাকে সাহিত্য সমাজের মাগী বলেও দাবি করেন যা একেবারেই সত্য কিন্তু তবু একটা বিষয় নিয়ে বলতে চাই! মহিলা দীর্ঘ্য দিন যাবৎ প্রেম না করতে করতে শুকিয়ে যাচ্ছেন, উনার লেখায় এমনটিই ফুটে উটেছে। উনি বলেছেন, একেবারে দীর্ঘ্যদিন প্রেম না করে থাকা খুব খারাপ আবার একেবারে প্রেমে হাবুডুবু খাওয়াও বেশ রক্তক্ষয়ী, প্রেম হতে হবে পার্টটাইম যা একেবারে টিকটিকির লেজের মতন পেছনে লেগে থাকবে না, কাঁঠালের আঁঠার মত আটকে থাকবে নাহ, শাদা শার্টে চায়ের দাগের মত আজীবন ক্ষতের চিহ্ন বয়ে বেড়াবে নাহ। ফুলটাইম প্রেমিক হবার থেকে বরং পার্ট টাইম প্রেমিক হওয়া ভাল তাতে কষ্টের মাত্রাটাও বেশ কম থাকে, ইদানিং মেয়ে মানুষ গুলো একটু বোকা-সোকা টাইপ হয়, দেখে বড্ড মায়া লাগে। একটু বলে নেয়া ভাল ভালবাসা এবং মায়া দুটো আলাদা আলাদা জিনিস।

ওদের দেখে আমার স্রেফ মায়া লাগে, ১৫-১৮ বছরের পিচ্চি মেয়ে গুলোর এই ব্যাপার গুলো সবচেয়ে বেশি হয়, এদের নাক টিপলে দুধ গলে আর এখনই এরা বেকার কোন ছেলের সাথে প্রেম এবং তারপরে আবার বিবাহ, ঘর-সংসার দেখার স্বপ্ন, অতঃপর বাচ্চাকাচ্চা পর্যন্ত নেবার চিন্তায় মশগুল হয়ে পড়ে। খুবই বাজে অবস্থা, অতীতে আমি নিজেও এই রকম এক রমনীর পাল্লায় পড়ে অবশেষে বহু কষ্টে জীবন নিয়ে বেঁচে ফিরেছি। এর পর কানে ধরে পণ করেছি, ফুলটাইম প্রেম আর নয়! ওতে বেশ কষ্ট আর জীবন বিপন্ন হবার মত দশা হয়, প্রেম হতে হবে এমন যাতে একেবারে প্রেম না করতে করতে একেবারে মন শুকিয়েও যাবে না, আবার অতিমাত্রায় প্রেমে হাবুডুবু খেতে খেতে জীবন বিপন্ন হবে নাহ। কারণ, একটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড মানে একটা বোঝা, তাকে প্রতি ১ ঘন্টা অন্তর অন্তর ১টা Text আর প্রতি ২ ঘন্টা পর পর একটা ফোন দিয়ে, 'হ্যাঁ শুনছো ? আমি ভাত খাচ্ছি, হ্যালো, কি কর? আমি টিভি অন করে ঈদ স্পেশাল অনন্ত জলীলের লম্পফ-কূর্দন দেখি, হ্যালো, একটু পরে বাইরে যাবো,' এসব করতে হবে যা আমার কাছে নিতান্তই বিরক্তিকর লাগে, প্রেম করলে প্রেমিকা দিনে সর্বচ্চ একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারে কি করতেছি, বড্ড বিরক্তি লাগে এসব, বড্ড বেশি বাড়াবাড়ি মনে হয়। এজন্য একেবারে ফুলটাইম প্রেম করার থেকে আমার কাছে পার্ট টাইম প্রেম বেশ সুবিধাজনক, কারণ ঐ রকম বহুদিন ৬-৭ বছর প্রেম করে বিয়ে করার মত স্বপ্ন দেখার ইচ্ছা নেই।

৭ বছর আগে বাঁচি কিনা তার গ্যারান্টি নাই, তবে ৭ বছর প্রেম করে কাউরে বিয়ে করতে পারবো তার গ্যারান্টি কি? আমার কাছে তো এখন ঐ রকম লংটাইম প্রেম করার স্বপ্ন দেখাটাই বোকামী লাগে। আমি পারতপক্ষে বহুদিন যাবৎ নারী বিদ্বেষী ছিলাম, তার কিছু কারণ আছে বটে যা এখন না বললেও চলবে। যদি কেউ জিজ্ঞাসা করেন কেমন মেয়ে পছন্দ করি, তবে বলবো নিতান্তই সাদা সিধে হতে হবে, আলগা চাকচিক্য আমার ভাল লাগে নাহ, ইদানিং কালে কিছু মানুষ আছে হুদাই মুখে অতি মাত্রায় মেক আপ, লোশন, হ্যান-ত্যান লাগায়া ফেসবুকে ছবি আপলোড দিয়ে ছেলেদের আকৃষ্ট করার চেষ্টা করেন। আমার কাছে খুব বিরক্ত লাগে, আমার বন্ধু তালিকায় কিছু আছে, যারা আবার ঐ সব ছবি আপলোড দিয়ে লাইক-কমেন্ট দেবার জন্য ইনবক্স করে আমাকে অনুরোধ করে বলে 'notun pic, upload disi, ektu like dao and comment koro' - এমন কিছু মানুষই এই জাতীয় কথা বলেন যাদের কে একেবারে কিছু বলাও যায় নাহ, অগত্যা না পারতে লাইক আর কমেন্ট করি! আমার এমন মেয়ে পছন্দ, যে মুখে আলগা মেকাপ লাগিয়ে নিজেকে সবার সামনে জাহির করার কোন বালাই নেই, যে মেয়ে সারাদিন ফোনের পর ফোন করে আমি কি করি তা জানতে চাইবে নাহ, পড়াশুনায় ভাল হতে হবে কম করে হলেও আমার মত ভাল, একেবারে গবেট মার্কা মেয়ে আমি পছন্দ করি নাহ। দেখতে মোটামটি হলেও চলবে আমি আসলে মুখ দেখে গুন বিচার করি নাহ কখনো! এরকম মেয়ে পাওয়া দুষ্কর তাই আমি আপাতত সিঙ্গেলই আছি, পার্ট টাইম প্রেম করা ঢের ভাল, ওহ, চাইলে তসলিমা নাসরিনের এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন: Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।