আমাদের কথা খুঁজে নিন

   

"মরার উপর খরার ঘা"

আমি ভাবি যাদের কথা হয়তো অনন কেউ ভাবেনা তাদের কথা।

"মরার উপর খরার ঘা" মানুষের মুখে মুখে শুনলেও বাস্তবে দেখটে পেলাম কাল রাতে। তবে এই খরার ঘা দিয়েই সোজা করে রাখা হয়েছে আইন শৃংঙ্খলা। ছোট খাট একটা চাকরি করি ইউ এ ইর দুবাইতে একটি ৫ তারা হোটেল এ। গত কালকে রাতে ১১ সময় হোটেলে চেক আউট হওয়া এক গেস্টের গাড়ি হোটের ফন্ট অফিস এর ড্রাইভার বেইস্টম্যান থেকে আনার সময় সামনে থাকা হোটেলের স্টোর রুম এ আঘাত হানে।

এতে করে স্টোর রুমের দরজা ভেঙে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সাথে স্টর এ থাকা প্রায় সব কিছুই ভেঙে চুরমার হয়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় ৮৫০০০ দেরহাম ( ১ দেরহাম ১৯ টাকা)। সাথে সাথে পুলিশ হাজির। সব ঘটনা দেখার পর পুলিশের মন্তব্য ।

ড্রাইভার এর জরিমানা ৯০০০ দেরহাম। ফন্ট অফিস সুপার ভাইজারের জরিমান ১০০০০ দেহাম। এবং হোটেল এর জরিমানা ৩৫০০০ দেরহাম। এতেই সমাপ্ত নয়। গাড়িটি ১৫ দিনের ভিতর সেরে দিতে হবে।

স্টর ভেঙে ২০ দিনের মধ্যে নিরাপদ স্তানে সরিয়ে নিতে হবে। জরিমানা দেয়ার কারন। ১। ড্রাইভার এর লাইসেন্সএ ঐ ধরনের হেভি গাড়ি চালানোর অনুমতি নেই। ২।

সুপারভাইজার তা জানা সত্তেও কেন তাকে গাড়ির চাবি দিল। ৩। স্টোর রুম কেন এ ধরনের ঝুকিপুর্ণ জায়গায় করা হয়েছে। এমন জরিমানা আছেই বলে আইন কানুন সবাই মেনে চলে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।