আমাদের কথা খুঁজে নিন

   

কাশফুল

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

কাশফুলদের মাঝেই ছিলাম কাল বিকেলে আমি নদীর ধারে ভেজা তটে চলছিল পাগলামি হাওয়ায় দুলে কাশেরা সব বললো আমায় ছুঁয়ে গোপন প্রমের গল্প তোমার যাও আমাদের কয়ে বলি তাদের , রেখেছিলেম যত্নে মনের ঘরে সঙ্গী আমার সে যে হত অচীন গাঙ্গের পরে ঢেউয়ের দোলায় ছলাৎ ছলাৎ গান বেধেছি কত চোখের পাতায় রাজ্যের ভীড় স্বপ্ন শত শত আজো আছে বুকের মাঝে জলেই ভাসে ছবি তাকে নিেয়ই কাব্য করি তার তরে গান সবই তারি তরে জ্বালাই দিয়া রক্ত রাঙ্গা সাঁঝে তাকেই ভাবি সারাবেলা ব্যস্ত কাজের মাঝে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।