আমাদের কথা খুঁজে নিন

   

জামাতিরা শেষ পর্যন্ত আমাদের আত্মায়ও আঘাত করল ।এদের পরিণতি হবে এখন ভয়াবহ ভাবে ।

তোমার সাথে আমার মতের অমিল হতে পারে কিন্তু তোমার মতের সম্মানার্থে আমি আমার জীবন দিতে পারি -ভলতেয়ার দেশের অবহেলিত,দারিদ্রপীড়িত এলাকায় এক গরীব মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেছি । সেই স্কুলে পড়াকালীন সময় প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারিতে আমরা স্কুল থেকে মাতৃভাষা দিবস উদযাপন করেছি । প্রতিটি শ্রেণী থেকে সবার কাছ থেকে টাকা তুলে অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করেছি । কিন্তু স্কুলে কোন শহীদ মিনার না থাকায় আমরা প্রতি বছর 'কলা গাছ'দিয়ে শহীদ মিনার তৈরি করতাম । ভোর বেলা প্রভাতফেরি শেষে আমাদের সেই 'কলা গাছ' দিয়ে তৈরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে আলোচনা হত ।

সবাই মিলে শহীদের রুহের মাগফিরাত চেয়ে আমরা আল্লাহর কাছে মোনাজত করতাম । যতদিন স্কুলে ছিলাম একুশের রাত্রে বাড়িতে যাইনি ,স্কুলে থেকেছি ,সারা রাত অবধি কাজ করে সকালে সব কিছু শেষ করে বেলা ১টার দিকে বাড়ি ফিরতাম । আজ মনটা বিষণ খারাপ ছিল এক ফুফাতো ভাইয়ের অকাল মৃত্যুতে । তাই বাড়িতে ছিলাম বলে সারা দিন খবরের সাথে কোন যোগাযোগ রাখতে পারি নি । কিন্তু বাসায় ফিরেই যখন খবর পেলাম তখন মনটা আরও বিষণ খারাপ হয়ে গেল ।

আমার চোখ দিয়ে ঝর ঝর করে জ্বল পড়তে থাকে । যেখানে ভাইয়ের মৃত্যুতেও আমার জ্বল পড়ে নি । আজ যারা শহীদ মিনারে এই নির্মম কাজ করছে তারা আর কেউ নন জামাত-শিবির ছাড়া । কারন আজকের আন্দোলনে অনেক ইসলামী দল থাকতে পারে ,ধর্মপরায়ণ মুসল্লিও থাকতে পারেন কিন্তু তারা শুধু প্রতিবাদ ,বিক্ষোভ মিছিল করার মধ্যে সীমাব্ধ ছিল আমি বিশ্বাস করি । কিন্তু ধূর্ত জামাতিরা এই সুযোগে তাদের ঘাড়ের উপর ব্ন্ধুক তাক করে আজ আমাদের আত্নায় আঘাত করেছে ।

আমরা যতটুকু জানি এই জামাত-শিবিরকে এদেশের একটি ধর্মপরায়ন মানুষও পছন্দ করে না । তাই এদের ফাসিঁ এবং নিষিদ্ধের যে দাবি শহীদ মিনার থেকে চলছে সেখানেও দেশের আপামর জনসাধারণের সাথে দেশের আলীম-উলামাদেরও আকুন্ঠ সমর্থন আছে । তারা কখনও শহীদ মিনারে আঘাত করবে না । কিন্তু আজ আঘাত হয়েছে । এবং এই কাজটিও করছে জামাত-শিবির ।

এই শহীদ মিনার থেকে তাদের পতনের সুর উঠেছে । তাই তাদের যত ক্ষোভ এখানে । বাসায় ফেরার পর আমার স্কুলের এক স্যার আমাকে ফোন দিয়ে আমার খবর জানতে চান । স্যার কে আমি বলি ''স্যার স্কুল জীবনের কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনারের কথা মনে হচ্ছে স্যার আর আমার হৃদয় জ্বলে যাচ্ছে । ''বলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে ।

সরকার কেন আর অপেক্ষা করছে । এদের এখনই নিষিদ্ধ করুক । বাদবাকী ব্যাপারটা আমরা দেখব । শালাদের দৌড় কতদূর । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.