আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষায় সড়ক সংস্কারে ভ্রাম্যমাণ দল

রোববার সড়ক ভবনে সড়ক বিভাগের কর্মপরিকল্পনা সভায় মন্ত্রী সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ দলটি সড়কের ফাটল ও গর্ত তাৎক্ষনিকভাবে মেরামত করবে।
মন্ত্রী জানান, বর্ষা ও আগামী ঈদ মৌসুমে সড়ক যোগাযোগ নিরবিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় মালামাল ও লোকবলসহ সব ধরণের উদ্যেগ নেয়া হয়েছে। যুক্তিযুক্ত কারণ ছাড়া কোনো ঠিকাদার সড়ক সংস্কারকাজে দেরি করলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
বর্ষা শুরু হওয়ার আগেই সারাদেশে সড়কগুলো সংস্কার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে কোনো প্রকারের গাফিলতি সহ্য করা হবে না।
সড়ক সংস্কারের কাজে গাফলিত পেলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান যোগাযোগমন্ত্রী।
বর্তমানে সড়ক বিভাগের মোট ১৫৫টি প্রকল্পের বিপরীতে মোট ৩ হাজার ৫৬১ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক ভবন নির্মানের ক্ষেত্রে এডিবির সহায়তার আশ্বাস পাওয়া গেছে।
রাজধানী ও এর আশপাশের এলাকায় পরিবেশবান্ধব নতুন পাঁচ হাজার ট্যাক্সিক্যাব আমদানির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ২০ মের মধ্যে ট্যাক্সিক্যাব আমদানির জন্য দরপত্র আহবান করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।