আমাদের কথা খুঁজে নিন

   

অপদ্য বচন - ২

আকাশ ছুঁয়ে দেখি

১১. আদমশুমারি: দেশে প্রায় ১৭ কোটি মানুষ এবং কিছু রাজনীতিবীদ রয়েছে। ১২. রাজনীতানন্ধের চাইতে জন্মান্ধ দেশের জন্যে অনেক বেশি উপকারী। ১৩. একজন ধর্ষিতা হয় তিনবার ধর্ষিত - প্রথমে ধর্ষকের হাতে, তারপর পত্রিকার সম্পাদকের হাতে এবং সবশেষে সমাজের হাতে। ১৪. ব্রেকিং নিউজ: শিল্প বাজারে দারিদ্র্যের উচ্চ চাহিদা পরিলক্ষিত। ১৫. সহয কথায় প্রকাশ: 'অমর একুশে প্রলিফিসিটি' - সাহিত্যিক খ্যাপ। ১৬. রাজনীতি, নেতাকে বানায় ঈশ্বর আর সাহিত্যিক-কে বেশ্যা। ১৭. অসততা বহুলাংশেই, প্রথমে দারিদ্র্য এবং পরবর্তীতে অভ্যাসের ফসল। ১৮. আমার বন্ধুদের মাঝে দু'জন সিলেটী, দুজন আওয়ামী, একজন বরিশালী, একজন জাসদ, তিনজন বিএনপি এবং শূণ্য জন বাংলাদেশি রয়েছে। ১৯. আমি বিধাতার বুকে বাতাস পুড়ে দেখি...তার হৃদয়-ও কি হয় স্পন্দিত? ২০. প্রয়োজন, তাই সুখে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.