আমাদের কথা খুঁজে নিন

   

ভূত ভেবে!!!

উদাসী এই মনে আমি যা ভেবেছি.......

মাঝরাতে হঠাৎ করে চোখের পাতা খুলে যায় বাড়ির গৃহবধুর। তড়াক করে লাফ দিয়ে বিছানায় উঠে বসেন। ঘরের মধ্যে দাড়িয়ে আছে বিশালদেহী কালো কুচকুচে এক ভূত। আবছা আলোতে এই দৃশ্য দেখে সাথে সাথে তিনি গলা ফাটিয়ে চিৎকার দিলেন,"বাঁচাও ভূত..ভূত!সাথে সাথে বাড়ীর অন্য লোকেরা ছুটে আসলো এবং হাতের কাছে যে যা পেল তাই নিয়ে তারা ঝাপিয়ে পড়ল ভূতের ওপর। ভূতটা কিঞ্চিৎ আঘাত প্রাপ্ত হয়ে..দিলো ভোঁ....দৌড়...এবং একদম বাইরে।

পরক্ষণেই সে আবার ফিরে এসে,ঘরের বন্ধ দরজায় দড়াম দড়াম লাথি মেরে ভেঙে ফেলার অবস্হা করতে লাগল। ঘরের লোকেরা,"আর বুঝি বাঁচা গেল না"-ভেবে...সবাই বহুতল এই ভবনটির জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ল। সবাই কম-বেশী আহত হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুখের বিষয় হলো...মহিলার একমাত্র মেয়েটি নিচে পড়েই মারা যায়। যায়।

এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের "লা ভেরিয়েরি"শহরে। আসল কাহিনী,আলোচিত ভূত হলো,ঐ মহিলার কৃষ্ণাঙ্গ স্বামী!সে কখন যে বিছানা ছেড়ে উঠে টয়লেটে গিয়েছিল তা বউ জানত না। টয়লেট থেকে ফিরে স্বামী বিছানায় উঠতে যাবার সময়,আবছা আলোতে বিশালদেহী কুচকুচে কালো আফ্রিকান স্বামীকে দেখে 'ভূত' মনে করে বিশাল চিৎকার দেয়ায় এই বিপত্তি..!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।