আমাদের কথা খুঁজে নিন

   

‘Digsby’, আসলেই কামের জিনিস

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

ইন্টারনেটে মেইল একাউন্ট নেই এবং চ্যাট করেন না এমন কয়জন বা আছেন এই দুনিয়াতে, বিশেষ করে যাদের নিজের বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে। একদিন মনে হয় ফেসবুকে না ঢুকলে চলেই না, যদিও এই অভ্যাসটা আমার মোটেও নেই (আমার কোন ফেসবুক একাউন্ট নেই)। এখন কথা হইতাছে IM সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন।

ধরুন, যদি আপনি চ্যাট করতে চান, তাহলে আপনার এবং আপনার বন্ধুর একই একাউন্ট হতে হবে (জিমেইল-জিমেইল)। এটা নিশ্চয়ই ঝামেলার এবং এর থেকে রেহাই পাওয়ার জন্য অনেকে Pidgin মাল্টিপল চ্যাট ক্লায়েন্ট ব্যবহার করে থাকেন। কিন্তু দুখের বিষয়, আমরা Digsby নামক একটি ফ্রি সফট কে পেছনে ফেলেছি। যদিও এটি দিয়ে ইন্টারনেটের সব কাজই করা যায়। প্রথমে আসা যাক চ্যাটিং সম্পর্কে, এটি একটি মাল্টিপল চ্যাট ক্লায়েন্ট, ঠিক পিজিনের মত।

তবে পিজিনের মত ওত কঠিন নয়। প্রায় সকল বিখ্যাত আইএম সার্ভিসই এখানে পাবেন। অর্থাৎ এটি পিজিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। ইন্টারফেস অনেক সুন্দর। এবার ধরুন আপনাকে প্রতিদিন মেইল চেক করতে হয় প্রতিটি একাউন্ট খুলে।

এরকম যদি হত যে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা তার সব দেখা যায়। হ্যাঁ , Digsby এই কাজটাও করতে পারে। খালি আপনার একাউন্টের তথ্যটা দিয়ে দিন তাহলেই হবে। প্রতিবার ঢোকার সময় আপনি সহজেই দেখতে পাবেন আপনার কোন একাউন্টে কোন কোন নতুন মেইল এসেছে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি আপনাকে মেইল কম্পোজের সুবিধাও দেয়া হবে।

আর সোসাল নেটওয়ার্কিং, সেটাও সম্ভব, জাস্ট আপনার ফেসবুক, মাইস্পেসের তথ্য দিয়ে দিন, ব্যস কাজ শেষ। তবে এ সম্পর্কে আমি বলতে পারব না, কারণ যেহেতু এদিকে আমার কোন একাউন্ট নেই। তাহলে বিশ্লেষন করে দাঁড়ায় যে, একটা ২০ মেগাবাইটের সফট দিয়ে আপনি ৩ টি কাজ করতে পাচ্ছেন- চ্যাট করা-বন্ধু বানানো, নতুন মেইলের নোটিফিকেশন এবং কম্পোজ সুবিধা, সোশাল নেট ওয়ার্কিং এর বিশেষ সুবিধা। এখন হয়ত জানতে চাচ্ছেন কিভাবে এসব করতে হবে, কিভাবেই বা মেইল একাউন্টের তথ্য বা ফেসবুকের তথ্য দেব? ইন্সটল হওয়ার পরই একটি উইন্ডো আসবে। সেখানে এসব কিছু খুব সহজভাবে তুলে ধরা হয়েছে, যেন একটি বাচ্চাও বুঝবে।

পিজিনের অনেক ঝামেলা। কারন সেট আপ দেয়ার পর সার্ভিস প্রোভাইডার সম্পর্কে অনেক জগাখিচুড়ি তথ্য চায়। Yahoo Messenger এর মত একটি মাল্টিপল চ্যাট ক্লায়েন্ট অনেকেই খুঁজেছেন, এটি আপনার পুরো চাহিদাই মেটাতে সক্ষম। হয়ত আপনি আপনার পিজিন ছাড়তে চাবেন না, কিন্তু ডাউনলোড দিয়েই দেখুন না, কেমন লাগে? আশা করি খুবই ভাল লাগবে। আর যারা আগে থেকেই ব্যবহার করছেন তাদেরকে জানাই ধন্যবাদ।

তবে হ্যাঁ, ডিগবি ব্যবহারের জন্য কয়েকটি তথ্য দিয়ে একটি একাউন্ট খুলতে হবে। এজন্য শুরুতে ‘Don’t have an account’ এ ক্লিক করুন। তাহলেই হবে। বাংলাদেশের মানুষ নাকি সুবিধাবাদী, সমগ্র বাঙালি নাকি সুবিধাবাদী। একের ভিতর তিনটি জিনিস পেলে ছাড়বেন কেন? এখানে থেকে ডাউনলোড করুনঃ http://www.digsby.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।