আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব অবাস্তব

একজন সাধারণ বাঙ্গালী ।

বড়লোকের মেয়ে অপু বিশ্বাস । আর গরীবের ছেলে সাকিপ খান । হঠাত্‍ করেই কিভাবে জানি একজনকে আরেক জনের ভালো লেগে গেল । তারপর ভালোবাসা ।

ভালোবাসা না প্রেম সে তর্কে কেউ যাওয়ার আগেই নাচা গানা শুরু । দুই পরিবারের মধ্যে মতের অমিল । অনেক টানাপোড়েন শেষে অপু আর সাকিপের মিষ্টিমধুর মিলন । দর্শক আবেগাপ্লুত । আহা আমিও যদি এভাবে ভালোবাসতে পারতাম !! (dreaming....) অপরদিকে সাকিপ আর অপুর শুটিং শেষ ।

দর্শককে তিন ঘন্টার বিনোদন দিয়ে তারা বেশ মোটা অঙ্কের টাকা হাতে পেলেন । তারপর তাদের বাস্তব জীবন শুরু যেখানে হয়তো নাচা গানা দূরের কথা কেউ কাউকে ভালোবাসি কথাটাও বলে নি । অথচ দর্শক এই জুটিকে নিয়ে কতো কি ভাবছে !! আহা কি প্রেম ! কি প্রেম ! কেউ কেউ হয়তো তিন ঘন্টায় সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমারও এরকম কিছু একটা করা লাগবে । না হলে লাইফটা বৃথা । ছেলে মেয়ে মাঠে নেমে পড়লেন তথাকথিত ভালবাসার খোঁজে ।

তারপর পেয়েও গেলেন একজনকে । আহা আমি পাইলাম ইহাকে পাইলাম । কিন্তু বাস্তবতার শুরু তারপরের সময়টাতে । গানা বাজানা কৈ ???!!! সিনেমার সাথে তো কিছুই আর মেলে না । জীবন বড় নিষ্ঠুর ।

৩ ঘন্টায় পূর্ণ বিনোদনের পরিবর্তে আনলিমিটেড পেইন দিতে থাকে । সো ভাই বোনেরা , সিনেমা দেখ আবেগে আপ্লুত হও ঠিক আছে । কিন্তু খুব খেয়াল কৈরা । জীবনকে ৩ ঘন্টার বিনোদনের সাথে তুলনা করা চরম বোকামি ছাড়া আর কিছু না । (বি: দ্র: সাকিপ আর অপুর পরিবর্তে যে যার পছন্দমতো নায়ক নায়িকাকে বসায়ে কাহিনীটা বিবেচনা করতে পারেন ।

)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।