আমাদের কথা খুঁজে নিন

   

ডেনিয়েল ভেট্ররির টাসকি খাওয়া একান্ত সাক্ষাৎকার...(কাল্পনিক)

আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।

নিউজিলেন্ড রে ধুইয়া আমাদের মনের অবস্থা ত জটিল কিন্তু আমরা হেগো কথা কি কখনও ভাবছি? অবশ্য আমগো ভাবার দরকারই বা কি? যে টাসকি হেরা খাইছে আগামি একবছর হেগো খালি বদ হজম হইব। যাউগ্গা। আমগো এই সামু তে অনেকেই ইনটারভিউ দিছে। সাহারা খালা, তারেক ভাইয়া, পিনাক দা, এরশাদ চাচা সহ অনেকে।

এবার বাংলাদেশ ছাড়ার আগে নিউজিলেন্ড ক্রিকেট ক্যাপ্টেন ডেনিয়েল ভেট্ররি সামুর জন্য সাক্ষাৎকার দিয়া ফালাইছে। আয়েন দেহি হের মনের অবস্থা কি--(অবশ্যই কাল্পনিক) (মজা পাওয়ার লাইগা অনুবাদ কইরা দিলাম) সামু-বাংলাদেশের এই চমকে আপনার অনুভুতি বলুন। ভেট্ররি-কি আর কমু ভাই, রিটায়ার্ডমেন্ট প্লান করতাছি। আমারে ত আর চাকরিতে রাখবনা আমাদের কাউরেই হয়ত রাখব না। হালায় ইমুন কাহিনি হইব বাপের জনমেও ভাবি নাই।

সামু-কেন? নিজেরে কি ভাব মিয়া? --এবার যা হইল সেখানে আমি বা আমরা ভাবা ভাবির কোনও সময় পাইনাই। জীবনে প্রথম এমন হইল। সামু- কি করবেন বলেন জীবনে সব কিছুই প্রথমে প্রথম বার ঘটে। তারপর অভ্যস্থ হয়ে যাবেন। তা আপনারা আমাদের সাথে টেস্ট খেলতে চান নাই ওয়ান ডে খেলতে চাইছেন কেন জানতে পারি? ---- আমরা ভাবছিলাম টেস্ট খেইল্লা হুদাই সময় নষ্ট।

বাংলাদেশ কে ত চিনি। এর চেয়ে ওয়ান ডে খেলে কিছু প্র্যাকটিস করে নিলাম আর কি। সামু- ত এখন কি মন হয় ভুল করছেন না? ---- অবশ্যই না। আরে ভাই টেস্টে যোদি এমনে ধুলাই খাইতাম উপায় ছিল। ঈশ্বরের আশির্বাদ টেস্ট খেলি নাই।

সামু- বাংলাদেশ দলে আপনার ফেবারিট খেলোয়াড় কে? ----অবশ্যই রকিবুল হাসান। ওরে দেইখাই ত আমরা ওয়ানডে খেলার প্ল্যান করলাম। হে থাকব একদিকে খারাইয়া, ইচ্ছামত বল খাইব। আর আমরা অন্যদিকের ব্যাট্সম্যান রে প্রেসারে ফালাইয়া উইকেট নিমু। কিন্তু আবসোস।

সে পারফর্ম করতে পারল না। আমার বোলার রা ওকে খুব পছন্দ করে। অবাক কান্ড বাংলাদেশ ক্রিকের বোর্ড ও করে। সামু- বাংলাদেশের কোন জিনিষ আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? ----আর কইয়েন না পৃথিবির বাঘা বাঘা ব্যাটসম্যান যেখানে আমার লেফ্ট আর্ম ঘুর্ণি বলে কাইত হইয়া যায় সেখানে এই বাচ্চ বাচ্চা ব্যাট্সম্যান আমারে পাত্তাই দেয় না। ক্যামনে? সামু- আমি কইতাছি ক্যামনে।

তুমি যাদের বাচ্চা বাচ্চা ব্যাটসম্যান কইতাছ হেরা হাফ প্যান্ট আমল থাইকা লেফ্ট আর্ম স্পিন খেলে। আমার দেশ হইতাছে লেফ্ট আর্ম স্পিনের দেশ। যেমন এনামুল হক মনি, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান, সোহরাওয়ার্দি শুভ.... আর হুনবার চও? --- মাফ কর ভাই.. তয় আপনার কথা থাইক্কা একটা জিনিষ চিন্তা করতাছি। এখন ত আর নিউজিলেন্ডে ভাত পামু না। ভাবতাছি বাকি জীবন বাংলাদেশেই কাটামু।

এই দেশে লেফ্ট আর্ম স্পিনের কদর আছে। সামু-ঐ ভুল কইর না। তোমার মত স্পিনার আমাদের অলিতে গলিতে আছে। তুমি বেইল ও পাবা না। শোনও খালি তুমি না, তোমার মত যারা আমাদের এখনও গুনতাছ না তাগো কই।

আমরা জাগতাছি,বাংলাদেশ জাগতাছে, ক্রিকেট যে তোমাদের কারো বাপের সম্পত্তি না হেইডা বুঝানের লাইগা আমরা কইলাম আইতাছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।