আমাদের কথা খুঁজে নিন

   

Reported Attack Page, সাহায্য করেন প্লিজ।

মৃত্যুর সু-শীতল ছায়াতলেই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। । । আমি খুবই সাধারন একজন।

আমি গত একবছর থেকে একটি ওয়েবসাইট ডেভেলপ করছি।

এতদিন বেশ ভালোই চলছিলো সবকিছু। এটা আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে গুরুত্ব পূর্ণ তথ্যবহুল পোষ্ট দিয়েই সাজানো। সাইটের ঠিকানা http://www.wikimega.com/ গতকাল থেকে হঠাৎ করেই মজিলা থেকে এই ওয়েবসাইট টা ভিজিট করতে গেলে Reported Attack Page নামে একটা পেইজ আসছে। এখন মজিলা থেকে আগের মতো আর সাইট টা ওপেন হচ্ছে না। নিচে একটা Screenshot দিলাম... কিন্তু নিচের দেয়া উপায়ে এই সমস্যা দূর করা যায়।

আমি চাই আগের মতো সহজেই মজিলা থেকে ভিজিট করতে। নিচের উপায়ে ভিজিট করা যায়...... এভাবে ভিজিট করা গেলেও আমি চাই ঠিক মার্ক না উঠিয়েই আমার সাইট ভিজিট করতে। এটা আমার সাইটের কোনো সমস্যা? নাকি অন্য কোনো সমস্যা? কেউ কি এব্যাপারে আমাকে হেল্প করতে পারবেন? প্লিজ, দয়া করে আমার এই সমস্যা সমাধানে সাহায্য করে আমাকে উপকৃত করবেন। http://www.wikimega.com/ ভিজিট করে জানান প্লিজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।