আমাদের কথা খুঁজে নিন

   

firefox এ যে কোনও sign up ফর্ম অটোম্যাটিক ফিল-আপ করুন



প্রথমেই একটা কথা বলে নেই যে এটা আমার প্রথম ব্লগ পোস্ট। তাই কোনও ভুল হলে দয়া করে হেল্প করবেন। ইন্টারনেট এ বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সাইট এ সাইন আপ করতে হয়। ব্যাপারটা অনেক সময় বিরক্তিকর। মজিলা এর ১ টা অ্যাড অন্স দিয়ে কাজটা অনেক সহজেই করা যায়।

নাম autofill form। এখানে আগে থেকে ১ টা ফর্ম ফিল-আপ করে রাখলে পরে শুধু alt+j চাপ দিলে পুরো বা আংশিক ফর্ম ফিল-আপ হয়ে যায়। এছাড়া এখানে অনেকগুলো প্রোফাইল রাখা যায়। যার ফলে আপনি সাইট অনুযায়ী ভিন্ন ভিন্ন ইনফর্মেশন দিতে পারবেন। লিঙ্কটা এখানেঃ Click This Link উল্লেখ্য যে যারা microworker টাইপ এর সাইট গুলোতে কাজ করেন তারা এটা ব্যাবহার করে সহজেই সাইন আপ এর কাজগুলো করতে পারবেন।

ভালো লাগলো বা খারাপ লাগলো মন্তব্য করলে খুশি হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।