আমাদের কথা খুঁজে নিন

   

Firefox এ Youtube চালানো

আপনার অফিস বা ইউনিভার্সিটি ওয়াইফাই বা নেট সারভার এ যদি ইউটিউব বা ফেসবুক ব্লক করে দেওয়া থাকে তাহলে ফায়ারফক্স এ Stealthy নামের একটি Add-on ইন্সটল করে খুব সহজেই ইউটিউব ও ফেসবুক এ লগইন করা যায় । Add-on ইন্সটল করার জন্য নিচের লিঙ্ক এ যান: Install stealthy Install হয়ে গেলে ফায়ারফক্স restart করুন। উপরে Search Box এর ডানে দেখবেন একটি red sign আছে। এটিকে ক্লিক করলে green sign হবে এবং লেখা আসবে Stalthy is enabled, click to disable. এখন থেকে ইউটিউব বা ফেসবুক এ লগইন করা যাবে। N.B: তবে একটা কথা , কেউ বলতে পারবেন না আমি ইনসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে আন্দলনের পক্ষে না. প্রতিবাদ হিসাবে ইউটিউব বন্ধ করে দিয়ে ভাল কাজ করসে আমি এর সমর্থন করি. কিন্তু ইউটিউব এ খান একাডেমী, উদ্ভাস, শিক্ষক.com ও অন্যান্য কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও রয়ে গেসে তাই এই সিস্টেম টা পোস্ট দিলাম. দ্রুত ইউটিউব এর বিকল্প একটা কিছু চালু করা অথবা ইউটিউব থেকে ভিডিও তা সরিয়ে নেওয়া উচিত.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।