আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের দুর্ভাগ্য

"অতি অপরিচিত "

নেতা আসলে তৈরি করা যায় না । নেতারা জন্মান । বাংলাদেশের দুর্ভাগ্য তার জন্ম হল যার হাত ধরে , তাঁকে সে বেশিদিন রাখতে পারল না । আরও দুর্ভাগ্য মৃত্যুর পরেও তাঁর উপর চলছে অশালীন আক্রমণ । আমার ব্যক্তিগত কিছু কথা বলতে ইচ্ছা করছে ।

হতে পারে আপনি আওয়ামীলীগ সমর্থন করেন না বা হতে পারে আপনি বিএনপি সমর্থন করেন না । এর মানে আসলে কি বিএনপি বা আওয়ামীলীগ এর পরিবারের ধ্বংস চাওয়া । তাঁদের ব্যক্তিগত আক্রমণ করে মাটিতে নেমে আনা ? আজ একটা কথিত শিক্ষিত প্রজন্ম খুবই নগ্নভাবে বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন আক্রমণ করে যাচ্ছে । আপনারা কি জানেন , এই লোকটা যদি না থাকতো , আজও আপনি বা আমি স্বাধীনতা আদৌ পেতাম কিনা জানি না । আর যদি আপনি মনেই করে থাকেন , স্বাধীনতা পেয়ে আমাদের খুব অপকার হয়েছে ।

তবে জেনে রাখুন , যে পাকি ভাইদের মাথায় তুলে রাখছেন , তাঁরা আপনি বাঙালী বলে আপনার দিকে ফিরেও তাকাতো না । আপনি যতই সাফাই গান , আপনাকে গোলামের মর্যাদাই পেতে হত । বঙ্গবন্ধু মনে হয় , এই জায়গাটাতেই ভুল করেছিলেন । আমরা শোষিত জাতি । গোলামি করা আমাদের রক্তে ।

আমরা শাসিত হবার চেয়ে শোষিত হতেই বেশি পছন্দ করি । উনি আমাদের কাছে থেকে গোলাম তকমা কেড়ে নিতে চেয়েছিলেন । আওয়ামীলীগ চেতনা ব্যবসার মত বঙ্গবন্ধুকে নিয়েও ব্যবসা করতে চেয়েছে বারবার । কিছু জিনিস কখনও সওদা করতে হয় না , যেমন সততা , চেতনা । আওয়ামীলীগ সেগুলো দেদারছে বিকোতে চেয়েছে ।

আপনারা জানেন , একজন নেতাকে কিভাবে প্রকৃত সম্মান দিতে হয় ? বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছেন সেগুলো মুখে মুখে না বলে , কাজে প্রমাণ করে দিলেই এই নেতার প্রতি সবচেয়ে বেশি সম্মান আপনারা দেখাতে পারতেন । অন্যদিকে রাজনৈতিক শিষ্টাচার ভুলে বিএনপি বারবার এই নেতাকে অপমান করে চলেছে । আপনারা জানেন , আজ আপনি কাঁদা ছুঁড়ছেন , আপনাদের নেতাকে নিয়ে একইভাবে কাঁদা ছোড়া হবে ? আসলে কাউকে অপমান করার মাঝে কৃতিত্বের কিছু নাই । কিন্তু আফসোস এই শিক্ষাটা আমরা পাইনি ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.